সর্বশেষ :
সদস্য কাজীবাগেরহাটে ইমাম সমিতির সংবাদ সম্মেলন জেলা বিএনপির প্রতিবাদ উড়োজাহাজ সংকটে সংকুচিত হচ্ছে বিমানের আন্তর্জাতিক রুট হাদির অবস্থা আশঙ্কাজনক—বিদেশে নেওয়ার পরিকল্পনা রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা প্রটোকল নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের হাদিকে গুলি: পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতা চাইছে বাংলাদেশ ওসমান হাদির হামলাকারী মূল আসামি দেশেই রয়েছে : ডিএমপি মোরেলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত আজ মোরেলগঞ্জ মুক্তদিবস ৮ চিকিৎসকের কাঁধে দেড় লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বাড়ছে উদ্বেগজনকভাবে বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন 
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রানবন্যার বুলাওয়ে টেস্ট ‘ড্র

প্রতিনিধি: / ২৩৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

স্পোর্টস: বুলাওয়েতে বক্সিং ডে টেস্টে যেন রানের বন্যা বয়ে গেল। ম্যাচে ১০০ ছাড়ানো ইনিংস দেখা গেল ৬টি। সব মিলিয়ে রান হয়েছে ১৪২৭। জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের মধ্যকার ম্যাচে এত রান আগে কখনও হয়নি। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রহমত শাহ এবং হাশমতউল্লাহ শহীদির ডাবল সেঞ্চুরির সুবাদে ৬৯৯ রান তোলে আফগানিস্তান। ৩ উইকেটে ৫১৫ রান নিয়ে পঞ্চম দিন শুরু করেছিল আফগানরা। রহমত শাহ ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ৪২৪ বলে ২৩৪ রান করে আউট হয়েছিলেন আগেই। পঞ্চম দিনে ডাবল ছুঁয়েছেন শহীদি। ৪৭৪ বলে ২৪৬ রানের ইনিংস খেলে থামেন শহীদি। এছাড়াও সেঞ্চুরি হাঁকিয়েছেন আফসার জাজাই। ১৬৯ বলে ১১৩ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। সব মিলে ১৯৭ ওভারে ৬৯৯ রানের পুঁজি দাঁড় করায় আফগানরা। কোনো রান না তুলেই শেষ ৩ উইকেট হারানোর কারণে করতে পারেনি ৭০০ রান।
শেষ বেলায় জবাব দিতে নেমেছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে ৪ উইকেট হারিয়ে ১৪২ রান তোলার পরই দিনের খেলা শেষ হয়। পাঁচ দিন খেলেও ফল না আসায় ম্যাচ হয়েছে ড্র। জিম্বাবুয়ের হয়ে বেন কারান করেন ৩৫ রান। উইলিয়ামস অপরাজিত ছিলেন ৩৫ রান করে। আরভিন টিকে ছিলেন ২২ রান করে। আফগানদের হয়ে জাহির খান ২ উইকেট এবং এএম গাজানফার শিকার করেন ১ উইকেট। ম্যাচে রেকর্ড হয়েছে একগাদা। টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডে নিজের আগের রেকর্ড ভেঙেছেন আফগান অধিনায়ক শহীদি। আগের ২০০ রান ভেঙে এখন শহীদির ২৪৬ রানই নতুন রেকর্ড। এছাড়া শহীদি এবং রহমতের ৩৬৪ রানের জুটিটা আফগানদের টেস্ট ইতিহাসে তৃতীয় উইকেটে তো বটেই, যেকোনো উইকেটেই সর্বোচ্চ জুটির রেকর্ড। এক ইনিংসে বাউন্ডারি থেকে সবচেয়ে বেশি রান তোলার রেকর্ড গড়েছেন রহমত। ১১০ রান বাউন্ডারি থেকে নিয়েছেন তিনি। আগের সর্বোচ্চ ৯০ রান ছিল শহীদির। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ছিল এটি। সিরিজ হয়েছে ০-০ ড্র। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে বুলাওয়েতে, আগামী ২ জানুয়ারি।


এই বিভাগের আরো খবর