সর্বশেষ :
সদস্য কাজীবাগেরহাটে ইমাম সমিতির সংবাদ সম্মেলন জেলা বিএনপির প্রতিবাদ উড়োজাহাজ সংকটে সংকুচিত হচ্ছে বিমানের আন্তর্জাতিক রুট হাদির অবস্থা আশঙ্কাজনক—বিদেশে নেওয়ার পরিকল্পনা রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা প্রটোকল নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের হাদিকে গুলি: পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতা চাইছে বাংলাদেশ ওসমান হাদির হামলাকারী মূল আসামি দেশেই রয়েছে : ডিএমপি মোরেলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত আজ মোরেলগঞ্জ মুক্তদিবস ৮ চিকিৎসকের কাঁধে দেড় লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বাড়ছে উদ্বেগজনকভাবে বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন 
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সৈকতের সিদ্ধান্তের সাথে একমত হলেন রোহিত

প্রতিনিধি: / ২১৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

শরফুদ্দৌলা ইবনে শহীদের সিদ্ধান্ত নিয়ে বিতর্কের ইতি এবার টানা যেতেই পারে। যখন কিনা খোদ রোহিত শর্মাই বলছেন সৈকতের সিদ্ধান্ত সঠিক। ভারতীয় অধিনায়ক মনে করেন, আলট্রা এজে স্পাইক দেখা না গেলেও আউট ছিলেন যশস্বী জাইসওয়াল। বক্সিং ডে টেস্টে ভারত বরণ করেছে বড় পরাজয়। যদিও যশস্বী জাইসওয়াল ম্যাচ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিলেন। প্রথম ইনিংসে ৮২ রানের পর দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ৮৪ রান। তিনি আউট হলে ড্র করার আশা শেষ হয়ে যায় ভারতের। তবে তার আউট নিয়ে আছে বিতর্ক। রোহিত সেই বিতর্কের ইতি টেনে বলেন, ‘স্নিকোতে দেখায়নি। তবে খালি চোখে মনে হয়েছে বল ব্যাট লেগে বেঁকে গিয়েছিল। স্পষ্টভাবেই মনে হয়েছে বল ব্যাটে লেগেছে।’ ঘটনা বক্সিং ডে টেস্টের শেষ দিনে, ভারতের দ্বিতীয় ইনিংসের ৭১তম ওভারে। ম্যাচের তখন অন্তিম মুহূর্ত। ৩৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের হার এড়াতে প্রাণপণে লড়ছিলেন যশস্বী জাইসওয়াল। ২০৮ বলে ৮৪ রান করা এই ব্যাটারের ব্যাট ছুঁয়ে বল চলে যায় উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির কাছে। কিন্তু অন ফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন দেন নট আউটের সিদ্ধান্ত। অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স নেন রিভিউয়ের আশ্রয়। সব সিদ্ধান্ত বর্তায় তৃতীয় আম্পায়ার সৈকতের কাঁধে। ডিসিশন রিভিউতে আলট্রা এজে কোনো স্পাইক ধরা পড়েনি। কিন্তু টিভি রিপ্লে দেখে স্পষ্ট বোঝা গেছে, ব্যাটে লেগে বলের গতিপথ বদলে গেছে। সৈকত তাই আউটের সিদ্ধান্ত জানান। অসন্তোষ নিয়ে সাজঘরে ফেরেন জাইসওয়াল। ভারতীয়রা তুলোধুনো শুরু করেন সৈকতকে। অথচ সৈকতের সিদ্ধান্ত ছিল শতভাগ সঠিক। রোহিতের আগে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংও বলেন, ‘তারা এই বিষয়টাকে যা ইচ্ছা বানাতে পারে। তবে এটা স্পষ্টত আউট ছিল। আমি যতটা বুঝতে পারি, এটা নিয়ে বিতর্কের কোনো সুযোগই নেই।’ এদিকে প্রখ্যাত আম্পায়ার সাইমন টফেলও মনে করেন, আউট ছিলেন জাইসওয়াল, ভুল করেননি সৈকত। তিনি বলেন, ‘আমার দৃষ্টিতে এটা আউট। থার্ড আম্পায়ার শেষপর্যন্ত যে সিদ্ধান্ত দিয়েছেন তা-ই সঠিক।’


এই বিভাগের আরো খবর