সর্বশেষ :
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন  বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  মোংলায় ইজিবাইকের ধাক্কায় নিহত-১, গাড়ি ও চালক আটক মোরেলগঞ্জে হত্যার হুমকীতে দিনমজুরের আত্মহত্যা? বাধালে কোটি টাকার কাঁচা-পাকা সুপারি বাণিজ্যের পেছনে অচেনা শ্রমিকদের কান্না-হাসি কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ চীনের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো ভারত ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা ইউক্রেনের ৯০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দুবাইতেই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি

প্রতিনিধি: / ২১১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

ঢাকা কিংবা কলম্বো নয়, শেষপর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ হচ্ছে দুবাইয়ে। ফেব্রুয়ারিতে মাঠে গড়াতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জলঘোলা কম হয়নি। নানা নাটকীয়তার পর অবশ্য সব কিছু মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে। এককভাবে পাকিস্তান এই আসরের আয়োজক হলেও ভারতের ম্যাচগুলো আয়োজিত হবে দুবাইয়ে। হাইব্রিড মডেল নিয়ে যখন আলোচনা হচ্ছিল, তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ভেন্যু হিসেবে ঢাকার নাম প্রস্তাব করে বিসিবি। এদিকে শ্রীলঙ্কাও ছিল দৌড়ে। তবে ভারতের চাওয়া ছিল, তাদের ম্যাচগুলো আরব আমিরাতে হোক। সেই দাবি মেনে নিয়ে দুবাইকেই ভেন্যু হিসেবে বেছে নিয়েছে আইসিসি। মরুশহর দুবাই ছাড়াও পাকিস্তানের তিনটি ভেন্যু এবার চ্যাম্পিয়ন্স ট্রফি আয়জন করবে। রাওয়ালপিন্ডি ছাড়াও আছে লাহোর ও করাচি। ১৯ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। উদ্বোধনী ম্যাচের ভেন্যু করাচি। পরদিন ভারত-বাংলাদেশ ম্যাচ হবে দুবাইয়ে। আসরের তৃতীয় দিনে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা পরস্পরের মুখোমুখি হবে করাচিত। ২২ ফেব্রুয়ারি দুই জায়ান্ট ইংল্যান্ড-অস্ট্রেলিয়া পরস্পরের বিপক্ষে লড়বে লাহোরে। আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ ২৩ ফেব্রুয়ারি দুবাইতে। রাওয়ালপিন্ডি প্রথম ম্যাচ আয়োজন করবে ২৪ ফেব্রুয়ারি। সেদিন বাংলাদেশ মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। পরদিন একই ভেন্যুতে অস্ট্রেলিয়া খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ২৬ ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তান ও ইংল্যান্ড পরস্পরের মুখোমুখি হবে। ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে টাইগাররা। ২৮ ফেব্রুয়ারি আফগানিস্তান-অস্ট্রেলিয়া লড়াই লাহোরে। পরদিন দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড করাচিতে এবং এর পরের দিন অর্থাৎ ৩ মার্চ গ্রুপ পর্বের শেষ দুবাইয়ে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ভারত। ৩ মার্চ বিরতির পর সেমিফাইনালের লড়াই শুরু হবে ৪ মার্চ। একটি সেমিফাইনাল লাহোরে, অন্যটি হবে দুবাইয়ে। দুবাইয়ে হবে ভারতের সেমিফাইনাল ম্যাচটি (সেমিফাইনালে ওঠা সাপেক্ষে)। ৯ মার্চের ফাইনালের জন্য লাহোরের পাশাপাশি প্রস্তুত থাকবে দুবাই স্টেডিয়াম। ভারত ফাইনালে না উঠলে পাকিস্তানেই হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। সেমিফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত তিনটি ম্যাচেই আছে রিজার্ভ ডে। আসরের প্রতিটি ম্যাচই শুরু হবে পাকিস্তান সময় দুপুর ২টায়, ভারত সময় দুপুর আড়াইটায় এবং বাংলাদেশ সময় দুপুর ৩টায়।


এই বিভাগের আরো খবর