মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত রুহুল আমীন ফারুকীর ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪টার দিকে মরহুমের কবর জিয়ারত শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল।
উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, এফ এম শামীম আহসান, মশিউর রহমান শফিক, আসাদুজ্জামান মিলন, প্রভাষক ফকির রাসেল আল ইসলাম, প্রায়াত বিএনপি নেতা রুহুল আমীন ফারুকীর সহধর্মিনী জোসনেয়ারা ফারুকী ও তার ছেলে সায়মন জিয়ন। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।