আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় আস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে
পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১টার পরে নিয়মিত টহলকালে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার রাশেদুল আলমের নের্তৃত্বে পুলিশ উপজেলার বাধাল ইউনিয়নের দোবাড়িয়া এলাকায় সমিলের পাশ
থেকে ৩ ডাকাতকে গ্রেফতার করে। এসময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো কয়েকজনডাকাত পালিয়ে যায়। গ্রেফতার ডাকতদের কাছ থেকে রামদা, কুড়ালসহ ডাকাতির কাজে ব্যবহৃত
দেশীয় আস্ত্র উদ্ধার করে।
গ্রেফতারকৃত তিন ডাকাতরা হলো, বাগেরহাটের কচুয়া উপজেলা পালপাড়া এলাকার কামরুল গাজীর ছেলে হোসেন গাজী (২০), ভান্ডারকোলা এলাকার গনেশ ব্যানার্জীর ছেলে শোভন
ব্যানার্জী (১৯) ও কাকারবিল এলাকার আসাদ মোল্লার ছেলে ইয়ামিন হোসেন শাওন (২৪)।
বাগেরহাট পোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান মো. শাহিদুজ্জামান এতথ্য নিশ্চিত করে জানান, মামলা দায়ের পর গ্রেফতারকৃত ৩ ডাকাতকে
শনিবার দুপুরে বাগেরহাট আদালতের পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
পালিয়ে যাওয়া অন্য ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।