জালনোট প্রতিরোধে মোরেলগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা
প্রতিনিধি:
/ ১৪৩
দেখেছেন:
পাবলিশ:
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
শেয়ার করুন
মোরেলগঞ্জ প্রতিনিধি: জালনোট প্রচলন প্রতিরোধে বাগেরহাটের মোরেলগঞ্জে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে বাংলাদেশ ব্যাংকের তত্বাবধানে সোনালী ব্যাংক মোরেলগঞ্জ শাখা এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (খুলনা অফিস) মো. মনজুর রহমান।
সোনালী ব্যাংক মোরেলগঞ্জ শাখা ম্যানেজার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক বাগেরহাট শাখা ডিজিএম সুকুমার রায়, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. মিজানুর রহমান ও বাহেরহাট শাখার এজিএম সনৎ কুমার পাল।
কর্মশালায় মোরেলগঞ্জে থাকা রুপালী ব্যাংক, অগ্রনী ব্যাংক, জনতা ব্যাংক, ইসলামি ব্যাংক, আইএফআইসি, সাউথবাংলা, ডাচবাংলা, এনআরবিসি, ফাস্টসিকিউরিটি ও কৃষিব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যাবসায়ী, ধর্মীয় নেতা, বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ গ্রহনকারি শিক্ষার্থী, যুবসমাজের প্রতিনিধি ও গণমাধ্যম প্রতিনিধিরা কর্মশালায় অংশ গ্রহন করেন।