সর্বশেষ :
ফলোআপ: পাইকগাছায় কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

প্রতিনিধি: / ১৬৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মার্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের স্তবক অর্পন করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এসময় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগন, মডেল থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, পল্লী বিদ্যুৎ সমিতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও প্রতিষ্ঠানসহ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ।
সকাল ১০ উপজেলঅ পরিষদ চত্ত¡রে জাতীয় পতাকা উত্তোলন শেষে এসময় এক মিনিট নিরবতা পালন হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এদিন বিকেলে প্রীতি ফুটবল খেলা শেষে পুরস্কার বিতরণর করা হয়। এসময় এসময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, গনমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও সূধীজন উপস্থিত ছিলেন।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসুচি পালন করা হয়।
অপরদিকে ফকিরহাট বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণঢ্য র‌্যালি, শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে। এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সকল শহিদের রুহের মাগফিরাত কুরআন খতম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  ফিল্ড সুপারভাইজার ইসলামিক ফাউণ্ডেশনের মোঃএরশাদুল গণী।  আরো উপস্থিত ছিলেন মাওঃ আঃরহিম গাজী, মোফাজ্জল হোসাইন,হাফেজ কাজী মোঃ সাইফুল্লাহ, মডেল মসজিদের ইমাম মাওলানা কামরুল ইসলাম। আরো অংশগ্রহন করেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও শিক্ষিকাগন।


এই বিভাগের আরো খবর