এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।
বাগেরহাট শহরের দশানিস্থ কেন্দ্রীয় স্মৃতিসৌধে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা
নিবেদন করেন জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান, পুলিশ সুপার মুহম্মদ
তৌহিদুল আরিফ, সাবেক এমপি এম এ এইচ সেলিম, বিএনপির কেন্দ্রীয় নেতা
কৃষিবীদ শামিমুর রহমান শামিম, জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা
আসাদুর রহমান , বাগেরহাট প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ সরকারি বিভিন্ন
দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।
অপরদিকে বাংলাদেশ জামাতে ইসলামী বাগেরহাট জেলা শাখার আয়োজনে শহরে এক বিজয় র্যালি বের করে র্যালিটি শহরতলীর মেঘনিতলাস্থ জেলা জামাতের কার্য্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় দলিয়
কার্য্যালয়ে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা জামাতের আমির মাওলানা
রেজাউল করিম, সেক্রেটারি এ্যাডভোকেট শেখ ইউনুছ আলী, নায়েবে আমির
এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদসহ জেলা জামাতের নেতৃবৃন্দরা।