সর্বশেষ :
ফলোআপ: পাইকগাছায় কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

টেইলর সুইফট বিলবোর্ডে সবার সেরা

প্রতিনিধি: / ১৫৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

বিনোদন: ঘোষণা হয়ে গেল ‘বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৪’-এর পুরস্কার পর্ব। আর এবারের আসরে টেলর সুইফট গড়েছেন নতুন রেকর্ড। ‘ফোর্টনাইট’ গায়িকা ২০২৪ সালের বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসে (বিবিএমএ) গত বৃহস্পতিবার রাতে ১০টি পুরস্কার জিতে নিয়েছেন। যার ফলে গায়িকার ঝুলিতে এখন ৪৯টি বিলবোর্ড ট্রফি। এর আগে গায়ক ড্রেকের সঙ্গে সমান ৩৯টি করে ট্রফি জয়ে সমান অবস্থায় ছিলেন এ পপ সেনসেশন। সিএনএনের প্রতিবেদন অনুসারে, এ বছর বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসে শীর্ষ শিল্পী, শীর্ষ নারী শিল্পী, শীর্ষ বিলবোর্ড ২০০, শীর্ষ হট ১০০, হট ১০০ গীতিকার, শীর্ষ স্ট্রিমিং গানের শিল্পীসহ মোট ১০টি পুরস্কার জিতেছেন টেলর সুইফট। এখন সুইফটের ঝুঁলিতে ৪৯টি বিলবোর্ড অ্যাওয়ার্ড ট্রফি। ড্রেক গতরাতে ৩টি পুরস্কার পান। যার ফলে ড্রেকের ঝুঁলিতে এখন ৪২টি বিলবোর্ড অ্যাওয়ার্ড ট্রফি রয়েছে। সা¤প্রতিক বছরগুলোতে গ্র্যামির মতো বিলবোর্ডেও একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছেন টেলর সুইফট। সেই সঙ্গে বিশ্ব চষে বেড়াচ্ছেন নিজের মিউজিক্যাল সফর দিয়ে। স¤প্রতি নিজের মিউজিক্যাল সফর ‘এরাস ট্যুর’ সমাপ্ত করেছেন গায়িকা। বিশ্বব্যাপী ঝড় তোলা এ সফরটি ১৪৯টি শোয়ের মাধ্যমে সমাপ্ত হয়। এই ট্যুর থেকে ২ বিলিয়ন ডলার আয় করেছেন সুইফট, যা ইতিহাস তৈরি করেছে। আর সেই আয় থেকে ১৯৭ মিলিয়ন ডলার বোনাস হিসেবে তার ট্যুরের সঙ্গে জড়িত সকল সদস্যদের মধ্যে বিতরণ করেছেন গায়িকা। যা বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার ৩৫৭ কোটি ৭০ লাখ। এরাস ট্যুরের সঙ্গে যুক্ত প্রতিটি সদস্য এই বোনাসের একটি অংশ পেয়েছেন। আর এমন উদারতায় প্রশংসায় ভাসছেন গায়িকা। দুই বছর ধরে চলা এরাস ট্যুরে একের পর এক রেকর্ড ভেঙেছেন টেলর সুইফট। সর্বাধিক বিক্রি করা টিকিট, সর্বাধিক উপস্থিত দর্শক-শ্রোতার রেকর্ডসহ একক শিল্পী হিসেবে নিজের নামের পাশে করে নিয়েছেন অসংখ্য রেকর্ড। তার ১৪৯তম এবং চূড়ান্ত কনসার্টের পর সুইফটের প্রযোজনা সংস্থা ‘টেলর সুইফ্ট ট্যুরিং’ নিউ ইয়র্ক টাইমসকে নিশ্চিত করেছে যে ১ কোটির বেশি মানুষ ইরাস ট্যুরে অংশ নিয়েছিল এবং এটিকে সর্বকালের সবচেয়ে বেশি আয় করা মিউজিক্যাল ট্যুরে পরিণত করেছে।


এই বিভাগের আরো খবর