বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০১:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অভিনেতা কে শিবরাম চলে গেলেন

প্রতিনিধি: / ৩৪০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪

বিনোদন: খ্যাতিমান কন্নড় অভিনেতা কে শিবরাম আর নেই। জানা গেছে, গত বৃহস্পতিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। গত কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা। কিন্তু কোন রোগে ভুগছিলেন, সে সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। আইসিইউতে ভেন্টিলেটরে ছিলেন শিবরাম। কিন্তু গত বুধবার তার শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ার পরেই তাকে আর বাঁচানো যায়নি। কন্নড় সিনেমার ভুবনে তার মৃত্যু যেন বড় আঘাত। শিবরামের পরিচয় কেবল অভিনেতা হিসেবেই নয়। এর আগে তিনি উচ্চ পদস্থ সরকারি কর্মচারী ছিলেন। তিনি ছিলেন ভারতের আইএএস অফিসার। তিনি প্রথম কন্নড় যিনি আইএএস পরীক্ষায় উত্তীর্ণ হন কন্নড় ভাষাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে। ‘বা নল্লে মধুচন্দ্রকে’ দিয়ে কন্নড় সিনেমায় পা রেখেছেন তিনি। এরপর একে একে ‘বসন্ত কাব্য’, ‘সাংলিয়ানা’র মতো সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছেন।


এই বিভাগের আরো খবর