সর্বশেষ :
ট্রাইব্যুনাল জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ছাব্বিশের অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি, চলবে ১৫ মার্চ ছেঁড়া নোট ব্যাংক না নিলেই ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক হাদিকে হত্যাচেষ্টা, হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল পাইকগাছায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত  পাইকগাছায় নারীদের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত  পাইকগাছায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে শিখন কর্মশালা অনুষ্ঠিত  বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় তাঁতীদল নেতা ড. কাজী মনির জামায়াত ইসলামীর আলোচনায় সভায় বক্তারা:  আধিপত্যবাদি শক্তির বিরুদ্ধে জাতীকে ঐক্য বদ্ধ ভাবে লড়াই করতে হবে
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে উদ্ধার হওয়া পথভোলা তরুণীকে পরিবারে হস্তান্তর

প্রতিনিধি: / ২০৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

ফকিরহাট  প্রতিনিধি : ফকিরহাটে উদ্ধার হওয়া পথভোলা তরুনীকে তার পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে হস্তান্তর করা হয়।
উদ্ধার হওয়া তরুণী ফারজানা আক্তার (২০) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার চরখালী গ্রামের বাবুল মৃধার মেয়ে।
পুলিশ জানান, শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পিলজংগ এলাকায় ওই তরুণী একাকী ঘোরাঘুরি করছিল। স্থানীয়দের তথ্যমতে পুলিশ পিলজংগ এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ওই তরুণীর বাড়ির ঠিকানা বের করে পরিবারকে খবর দেওয়া হয়। খবর পেয়ে তরুণীর পরিবারের লোকজন থানায় এসে তাকে নিয়ে যান।
তরুণীর মা তহুরা বেগম জানান, তার মেয়ে ফারজানা আক্তারের গত ৪বছর আগে বাড়ির পাশে রাব্বি মোল্লা নামে এক ছেলের সাথে বিয়ে হয়। বর্তমানে তাদের আড়াই বছরের একটি শিশুসন্তান আছে। শিশুটি জন্মের পর থেকে ফারজানা আক্তারের মাথায় সমস্যা দেখা দেয়। এরপর সে পিত্রালয়ে বসবাস করতে থাকে। সে থেকে কাউকে কিছু না জানিয়ে বিভিন্ন দিকে চলে যায়।
ওই তরুণীর সম্পর্কে কাকা মো. হায়দার আলী জানান, ফারজানা আক্তার গত তিনদিন ধরে নিখোঁজ ছিল। গত ৪ ডিসেম্বর সে বাড়ি থেকে বের হন। এরপর তাকে বিভিন্ন স্থানে খোজাখুজির পর জানতে পারে ফকিরহাট মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করেছে।
হস্তান্তর সময়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ রাসেদুল ইসলাম, এসআই কামরুন্নাহার রোজি, তরুনীর মা তহুরা বেগম ও কাকা মো. হায়দার আলী উপস্থিত ছিলেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর বলেন, উপজেলার পিলজংগ এলাকা থেকে তরুণীকে উদ্ধার করা হয়। তাকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরো খবর