সর্বশেষ :
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন  বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  মোংলায় ইজিবাইকের ধাক্কায় নিহত-১, গাড়ি ও চালক আটক মোরেলগঞ্জে হত্যার হুমকীতে দিনমজুরের আত্মহত্যা? বাধালে কোটি টাকার কাঁচা-পাকা সুপারি বাণিজ্যের পেছনে অচেনা শ্রমিকদের কান্না-হাসি কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ চীনের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো ভারত ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা ইউক্রেনের ৯০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ট্রাম্প অর্থমন্ত্রী হিসেবে স্কট ব্যাসেন্টকে বেছে নিলেন

প্রতিনিধি: / ২৫৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

বিদেশ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসন নিজের মতো করে সাজাচ্ছেন। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার প্রশাসনে অর্থ মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব দিয়েছেন স্কট ব্যাসেন্টকে। ৬২ বছর বয়সী ব্যাসেন্ট যুক্তরাষ্ট্রের কর নীতি, সরকারি ঋণ, আন্তর্জাতিক অর্থায়ন ও নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ বিষয়াবলীতে নেতৃত্ব দেবেন। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বিনিয়োগকারী হিসেবে সুপরিচিত ব্যাসেন্ট। তিনি একসময় জর্জ সোরোসের পক্ষে কাজ করেছিলেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার কাজের শুরু থেকেই ট্রাম্পের সমর্থক ছিলেন ব্যাসেন্ট। তিনি এবারের নির্বাচনি প্রচারের সময় ট্রাম্পের ব্যাপক প্রশংসা করেন। সেইসময় ব্যাসেন্ট ভোটারদের বলেছিলেন, নিয়ন্ত্রণমুক্ত, কম দামের জ্বালানি এবং নি¤œ করের মাধ্যমে নতুন এক সোনালী যুগের সূচনা করতে যাচ্ছেন ট্রাম্প। গতকাল অর্থমন্ত্রী হিসেবে স্কট ব্যাসেন্টের নাম ঘোষণা করেন ট্রাম্প। তিনি বলেন, বিশ্বের অন্যতম খ্যাতনামা আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলবিদ হিসেবে আন্তর্জাতিক মহলে স্কট বেশ সম্মানিত। এ ছাড়া নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমেরিকার ফার্স্ট এজেন্ডার দীর্ঘদিনের একজন সমর্থক স্কট। আমার নীতিগুলো সমর্থন করার মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের অর্থনীতির প্রতিযোগিতামূলক মনোভাবকে এগিয়ে নেবেন এবং অন্যায্য বাণিজ্য ভারসাম্যহীনতা বন্ধ করবেন।


এই বিভাগের আরো খবর