সর্বশেষ :
মোরেলগঞ্জ শ্রমিক  দলের  সাধারণ সম্পাদকের  পিতার ইন্তেকাল কচুয়ায় ১৭ বছর পরে যুব দলের মিছিল-সমাবেশ সাংবাদিকদের পারিশ্রমিক নিয়ে উপ-প্রেস সচিবের দীর্ঘ বার্তা ব্যানার টানানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৮ নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন এ সরকারের অধীনেই: শিশির মনির বিমান উড্ডয়ন ও অবতরণে মারাত্মক ঝুঁকিতে দেশের সবগুলো বিমানবন্দর মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকায় নির্মিত অত্যাধুনিক সাইক্লোন শেল্টারের উদ্বোধন (ফলোআপ):কুতুবদিয়ায় বাপ্পী হত্যা: ৯ জনের নামে মামলা মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে জার্মান সরকারের সাইক্লোন শেল্টার নির্মাণ
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ট্রাম্প অর্থমন্ত্রী হিসেবে স্কট ব্যাসেন্টকে বেছে নিলেন

প্রতিনিধি: / ২১৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

বিদেশ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসন নিজের মতো করে সাজাচ্ছেন। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার প্রশাসনে অর্থ মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব দিয়েছেন স্কট ব্যাসেন্টকে। ৬২ বছর বয়সী ব্যাসেন্ট যুক্তরাষ্ট্রের কর নীতি, সরকারি ঋণ, আন্তর্জাতিক অর্থায়ন ও নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ বিষয়াবলীতে নেতৃত্ব দেবেন। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বিনিয়োগকারী হিসেবে সুপরিচিত ব্যাসেন্ট। তিনি একসময় জর্জ সোরোসের পক্ষে কাজ করেছিলেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার কাজের শুরু থেকেই ট্রাম্পের সমর্থক ছিলেন ব্যাসেন্ট। তিনি এবারের নির্বাচনি প্রচারের সময় ট্রাম্পের ব্যাপক প্রশংসা করেন। সেইসময় ব্যাসেন্ট ভোটারদের বলেছিলেন, নিয়ন্ত্রণমুক্ত, কম দামের জ্বালানি এবং নি¤œ করের মাধ্যমে নতুন এক সোনালী যুগের সূচনা করতে যাচ্ছেন ট্রাম্প। গতকাল অর্থমন্ত্রী হিসেবে স্কট ব্যাসেন্টের নাম ঘোষণা করেন ট্রাম্প। তিনি বলেন, বিশ্বের অন্যতম খ্যাতনামা আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলবিদ হিসেবে আন্তর্জাতিক মহলে স্কট বেশ সম্মানিত। এ ছাড়া নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমেরিকার ফার্স্ট এজেন্ডার দীর্ঘদিনের একজন সমর্থক স্কট। আমার নীতিগুলো সমর্থন করার মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের অর্থনীতির প্রতিযোগিতামূলক মনোভাবকে এগিয়ে নেবেন এবং অন্যায্য বাণিজ্য ভারসাম্যহীনতা বন্ধ করবেন।


এই বিভাগের আরো খবর