এস এম রাজ, বাগেরহাটে প্রতিনিধি: বাগেরহাটে সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি মেম্বার ও বিএনপি নেতা সজীব তরফদার নিহত হয়েছে। নিহত সজীব সদরের ডেমা ইউনিয়নের সিদ্দিক
তরফদারের ছেলে।
নিহতের স্বজনরা জানান, দুপুরে বাগেরহাট জেলা শহর থেকে গ্রামের উদ্দেশ্যে
মোটরসাইকেল যোগে ফিরছিলেন। পথিমধ্যে মির্জাপুর মধ্যপাড়া মসজিদের
সামনে এলে সজিবকে লক্ষ্য করে প্রথমে দুইটি গুলি করে এরপরে রামদা দিয়ে
কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সজিবেরমৃত্যু হয়। নিহত সজিবের
সাথে থাকা কামালকে গুলিবিদ্ধ অবস্থায় খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি
করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে এলাকাবাসী ও বিএনপির নেতা-কর্মীরা সড়ক অবরোধ
করে। এরপর সেনাবাহিনী ও পুলিশ হাজির হয়ে হত্যাকান্ডে জড়িতদের বিরুদ্ধে
তদন্ত শুরু করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুর রহমান,জানান এ ব্যাপারে
কিছুই জানা যায়নি। তবে পুলিশ তদন্ত শুরু করেছে।
বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল ইসলাম বলেন, আমি ঘঠনা
শোনার পর ঘঠনাস্থল পরিদর্শন করেছি। আমি সাধারন লোকদের সাথে কথা
বলেছি। কি কারনে এই হত্যাকান্ডের ঘঠনা ঘটেছে তা তদন্ত করে বলতে পারব
এবং দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যে মৃতদেহের
উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও
জানান পুলিশের এই কর্মকর্তা।