এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী ইমরান শেখ (৩২) মারা গেছেন। সোমবার বিকেলে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইমরান শেখ ফকিরহাট উপজেলার লখপুর গ্রামের মৃত হজরত আলী শেখের ছেলে।
তার তিন শিশু সন্তান রয়েছে। নিহতের মরদেহ বাড়িতে পৌছলে শোকের মাতম শুরু
হয়।
মঙ্গলবার সকালে নিহতের পরিবার জানায়, গত সোমবার তাকে মোবাইলে ডেকে
নিয়ে শ্যামবাগাত জুট মিলের সামনে নেয়া হয়। সেখানে তাকে সন্ত্রাসীরা
কুপিয়ে শরিরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। পরে
তাকে উদ্ধার করে খুলনা পওে অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়া হয়। সেখানে তার
মৃত্যু হয়। নিহতের পরিবার ইমরান শেখের হত্যাকারীদের বিচার দাবী করেছেন।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবির মঙ্গলবার
দুপুরে জানান, নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ দেয়ার জন্য থানায় এসেছে।
তদন্ত কওে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।