সর্বশেষ :
ফলোআপ: পাইকগাছায় কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

টেরেন্টিনো ডুন পার্ট ২’র সমালোচনা করলেন

প্রতিনিধি: / ১৪৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

আধুনিক হলিউডে ব্যবসা সফল একটি ফ্র্যাঞ্জাইজি ‘ডুন’। এর প্রথম পর্বটি ২০২১ সালে মুক্তি পায় এবং বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। সিনেমাটি সিনেমা হল ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম উভয় ক্ষেত্রেই ভালো ব্যবসা করেছে। সিনেমাটির নির্মাণ ব্যয় ছিল প্রায় ১৬৫ মিলিয়ন ডলার। এটি বিশ্বব্যাপী ৪০০ মিলিয়নেরও বেশি আয় করেছে। দর্শক ছবিটির ভিজ্যুয়াল, শক্তিশালী অভিনয় এবং গভীর গল্পের জন্য প্রশংসা করেছে। এর সাফল্যের ফলে ‘ডুন:পার্ট টু’ নামে দ্বিতীয় পর্ব নির্মাণের ঘোষণা দেওয়া হয় যা মূল গল্পের পরবর্তী অংশ দেখিয়েছে। চলতি বছরে মুক্তি পাওয়া এই সিনেমাটিও ভালো ব্যবসা করেছে। মুক্তির প্রথম সপ্তাহেই এটি উল্লেখযোগ্য আয় করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক বাজারে। অনেকে ছবিটির প্রশংসা করেছেন। তবে হলিউডের প্রখ্যাত নির্মাতা কোয়েন্টিন টেরেন্টিনো ‘ডুন’ ছবির সমালোচনা করেছন। ডেনিস ভিলনিউভের ‘ডুন’ সিরিজের সিনেমাগুলো দেখার ইচ্ছা প্রকাশ করেননি তিনি। তার মতে এগুলো মৌলিক কিছু নয়, রিমেক। টারান্টিনো সম্প্রতি দ্য ব্রেট ইস্টন এলিস পডকাস্টে বলেন, তিনি ডেভিড লিঞ্চের আগের ‘ডুন’ সংস্করণটি দেখেছেন। তাই সেই গল্পটি আবার দেখতে চান না। তিনি মন্তব্য করেন, ‘আমি স্পাইস ওয়ার্ম বা ‘‘স্পাইস’’-এর মতো বিষয়বস্তু নিয়ে একটি সিনেমা দেখতে চাই না।’ টেরেন্টিনো মনে করেন, হলিউডে রিমেকের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং তিনি মূল গল্পগুলোকেই বেশি পছন্দ করেন। তিনি ‘শোগান’ দেখেছেন। কিন্তু একই ধরনের গল্প আবার দেখার আগ্রহ নেই। টারান্টিনো বলছেন, নতুন গল্প হলে তিনি দেখতে আগ্রহী হবেন। অনেকে টারান্টিনোর মতামতের সঙ্গে একমত হলেও, কিছু লোক মনে করেন তিনি ভিলনিউভের ‘ডুন’ না দেখে একটি বিশেষ কাজ মিস করছেন। এই সিনেমাটি অনেক বড় পরিচালকের প্রশংসা পেয়েছে, যার মধ্যে স্টিভেন স্পিলবার্গও রয়েছেন। স্পিলবার্গ এ ছবিটিকে তার দেখা সেরা সাই-ফাই সিনেমাগুলোর একটি বলে উল্লেখ করেছেন। প্রসঙ্গত, ‘ডুন’ হলো ফ্র্যাঙ্ক হার্বার্টের একটি বিখ্যাত বৈজ্ঞানিক কল্পকাহিনী উপন্যাস। ১৯৬৫ সালে এটি প্রকাশিত হয়। এটিকে সাই-ফাই ধাঁচের একটি মাইলফলক শিল্প হিসেবে বিবেচনা করা হয়। ডেভিড লিঞ্চ ১৯৮৪ সালে ‘ডিউন’ উপন্যাসকে কেন্দ্র করে একই নামে সিনেমা তৈরি করেন।


এই বিভাগের আরো খবর