সর্বশেষ :
পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন ইউক্রেনকে ঋণ দিতে ইউরোপীয় নেতাদের বৈঠক
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নেটফ্লিক্সের সিনেমা নয়নতারাকে নিয়ে

প্রতিনিধি: / ১৫৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

বিনোদন: দক্ষিণি সিনেমা মূলত পুরুষপ্রধান হলেও তামিল, তেলুগু ও মালয়ালম ইন্ডাস্ট্রিতে নয়নতারা হয়ে উঠেছেন একাই একশ। দক্ষিণি ইন্ডাস্ট্রির নায়িকাদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক নেন তিনি। এই লেডি সুপারস্টারের উত্থানের গল্প বলবে নেটফ্লিক্স। নয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে এই ওটিটি জায়ান্ট। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর। নেটফ্লিক্স জানিয়েছে, এই ডকুফিল্ম এমন কিছু বিষয় সামনে নিয়ে আসবে, যা এতদিন ছিল একেবারেই অজানা। অভিনেত্রী দীর্ঘ সময় ধরে তার ব্যক্তিগত জীবন আড়ালে রেখেছিলেন। তরুণ অভিনয়শিল্পীদের অনুপ্রেরণা দিতে সেগুলো প্রকাশ করেছেন এ তথ্যচিত্রে। পরিচালনা করেছেন গৌতম বাসুদেব মেনন। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, একজন মেয়ে, বোন, জীবনসঙ্গী, মা, বন্ধু এবং ইন্ডাস্ট্রির সফল অভিনেত্রী হিসেবে নয়নতারার জীবনটা কেমন, সেটাই দেখানো হয়েছে নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল-এ। লেডি সুপারস্টারের মুখে তার জীবনের গল্প শুনতে অপেক্ষায় তার অনুরাগীরাও। নয়নতারা-ভিগনেশের বিয়ের কিছু অদেখা দৃশ্য দেখা যাবে নেটফ্লিক্সের তথ্যচিত্রে। থাকবে তাদের রাজকীয় বিয়ের আসরের কিছু ঝলক। কীভাবে চলচ্চিত্র জগতের এই দুটি মানুষ কাছাকাছি এলেন, কীভাবে তারা সব সঙ্কটে একে অপরের পাশে থাকলেন, কীভাবে সেই সম্পর্ক বিয়ের পিঁড়িতে গড়াল- সবটাই গল্পের মতো দেখতে পাবেন দর্শকরা। কোথা থেকে নয়নতারার জীবনের এই রূপকথার শুরু, কেমন তার যাত্রাপথ- বলতে গিয়ে নিজেই যেন খেই হারিয়ে ফেলেছেন অভিনেত্রী। নয়নতারাই একমাত্র সৌভাগ্যবান অভিনেত্রী যিনি রজনীকান্ত, অজিত, বিজয়, শাহরুখ খান, চিরঞ্জীবী, বিজয় সেতুপতি, মোহনলাল, মামুট্টি- সবার সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন। নিজের জীবনের জার্নি নিয়ে নয়নতারা বলেন, ‘অভিনয়জীবন যখন শুরু করেছিলাম, তখন কোনো ধারণাই ছিল না, আমি কোথায় গিয়ে পৌঁছাব। সিনেমায় এত সাফল্য পাব, এমন প্রত্যাশা ছিল না। আমি খুব সাধারণ একজন নারী, যে সব কাজেই নিজের ১০০ শতাংশ দেয়। কাজের প্রতি একনিষ্ঠ থাকাই আমার একমাত্র সম্পদ।’


এই বিভাগের আরো খবর