সর্বশেষ :
পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন ইউক্রেনকে ঋণ দিতে ইউরোপীয় নেতাদের বৈঠক
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নিশো চার ছবি নিয়ে আসছেন

প্রতিনিধি: / ১৪১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

বিনোদন: একসময় আফরান নিশো জনপ্রিয় অভিনেতা ছিলেন ছোট পর্দায়। অভিনয় করেছেন অসংখ্য টেলিভিশন নাটকে। তবে গেল বছর মুক্তি পায় আফরান নিশো অভিনীত প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। সিনেমাটি বাণিজ্যিকভাবে সফল। এবার দ্বিতীয় সিনেমার অপেক্ষা। যদিও সেটি নিয়ে নানা কথাবার্তা চলছে। নিশোও আক্ষরিক অর্থে চুপচাপ। কবে নাগাদ নতুন সিনেমায় নাম লেখাবেন তিনি? গত বৃহস্পতিবার এক অ্যাওয়ার্ড শো তে এসে বলেছেন সেই বিষয়ে। তিনি বলেন, “আমি যখন মডেলিং করেছি, তখন ভাবিনি যে আমি নাটকে কাজ করব। নাটক শুরু করার পর দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাই। অনেক দিন নাটকে কাজ করলাম। এরপর ওটিটি ও সিনেমায় কাজ করেছি। মূলত ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়েই আমার বড় পর্দায় পথচলা শুরু। আমার ইচ্ছা, প্রতিবছরই বেশ কিছু সিনেমা নিয়ে আসার।” মূলত নাটকের সুবাদেই আজকের আফরান নিশো হয়ে উঠেছেন তিনি। প্রায় দেড় যুগের বেশি ক্যারিয়ারে দেশ-বিদেশে তৈরি হয়েছে তার অসংখ্য ভক্ত। সিনেমা জন্যই নাকি সেই নাটক প্ল্যাটফরম ছেড়েছেন এই অভিনেতা। কথায় কথায় তিনি বলেন, “‘সুড়ঙ্গ’ সিনেমা মুক্তির পর দর্শকের আগ্রহে আমি মুগ্ধ। এই সিনেমার পর আমি আর কোনো নাটকে কাজ করিনি। এরপর থেকে নাটক পজ (স্থগিত) করে রেখেছি। মানে নাটকে আর অভিনয় করছি না। এখন ওটিটি ও সিনেমা নিয়ে বেশি পরিকল্পনা হচ্ছে।“ নিশো বলেন, ‘আমার ক্যারিয়ারে এখন সিনেমার প্রাধান্যই বেশি। যদিও অনেকেই বলেছেন সময়টা একটু বেশিই নিয়ে ফেলেছি। কিন্তু আমার কাছে সময় নেওয়া না নেওয়া কোনো বিষয়ই নয়। সবই আল্লাহর উছিলায় হয়। তিনি যখন দিকনির্দেশনা দেন তখন সেটা ঘটে। আমি সব সময় পজিটিভ থাকি।’ প্রসঙ্গত, আফরান নিশো নতুন দুটি সিনেমার সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন গেল মে মাসে। একটি ‘অসিয়ত’, অন্যটি ‘দাগী’। এর মধ্যে ‘দাগী’ সিনেমাটি নির্মাণ করবেন শিহাব শাহীন। এতে নায়িকা হিসেবে অভিনয় করার কথা রয়েছে অভিনেত্রী তমা মির্জার। যিনি ‘সুড়ঙ্গ’ ছবিতে নিশোর সঙ্গে অভিনয় করেছেন।


এই বিভাগের আরো খবর