রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নির্বাচিত সরকারের মেয়াদ চার বছর হওয়া উচিত: স্থানীয় সরকার উপদেষ্টা

প্রতিনিধি: / ১৮১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

নির্বাচিত সরকারের মেয়াদ চার বছরের হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। বুধবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ সদস্যদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা জানান। মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি ফসীহ উদ্দীন মাহতাব এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হক। এ এফ হাসান আরিফ বলেন, আমাদের দেশে রাষ্ট্রীয় পরিচালনার যে দায়িত্ব সংবিধানে আছে পাঁচ বছরের। আমার ব্যক্তিগত ধারণা যে এটা চার বছর হওয়া উচিত। পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্রে যদি চার বছর হয় তাহলে আমাদের অসুবিধা কি। যে কমিশন আছে তারা এটা চিন্তা ভাবনা করবে, আলোচনা আসছে আসবে। এটা আমার ব্যক্তিগত মতামত যেহেতু এটা একটা মতবিনিময় অনুষ্ঠান। উপদেষ্টা জানান, ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়ার বিষয়ে অবস্থা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে এবং সিটি করপোরেশনগুলোতে স্থায়ী প্রশাসক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।


এই বিভাগের আরো খবর