রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নদীতে ডিম ছাড়ছে মা ইলিশ

প্রতিনিধি: / ১৮৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

চলছে ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এই সময়ে প্রায় ৮০ শতাংশ ইলিশ ডিম ছাড়ে। আর তাই ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে সারাদেশে ২২ দিন ইলিশ আহরণ, পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞার দুই সপ্তাহ অতিবাহিত হয়েছে এরই মধ্যে। আর নিষেধাজ্ঞার মাঝেই অভিযানে ধরা পড়া ইলিশের শারীরিক গঠন ও ধরন দেখে নিশ্চিত হওয়া গেছে মা ইলিশ ডিম ছাড়ার জন্য নদীতে এসেছে। বরিশালের মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, মানুষের জন্য যেটা বৈরী আবহাওয়া সেটা ইলিশসহ মাছের জন্য অনেক ভালো। এবারে ঘূর্ণিঝড় দানার প্রভাব ইলিশের ডিম ছাড়ার জন্য যেমন একটি ভালো সময় ছিল, সামনে অমাবস্যাতেও আবহাওয়া বিরূপ হলে ইলিশের ডিম ছাড়ার জন্য উত্তম সময় হবে। তিনি বলেন, সারা বছর কিছু ইলিশের পেটে ডিম থাকে এবং সারাবছর জুড়েই ইলিশ ডিম ছাড়তে পারে। তবে প্রজনন মৌসুমটাতে বেশিরভাগ ইলিশ ডিম ছাড়ে। ইলিশের ডিম ছাড়ার জন্য যে আবহাওয়াটা ভালো হবে, সেইরকম আবহাওয়া থাকলে ৫০-৬০ শতাংশ বা তার বেশি মাছ এ সময়টাতে ডিম ছাড়বে। আর এরইমধ্যে অভিযানে গিয়ে আমরা লক্ষ্য করেছি প্রচুর মা ইলিশ নদীতে রয়েছে, যার মধ্যে অনেক ইলিশ ডিমও ছেড়েছে। এতে ভবিষ্যতে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলেও আশা করেন তিনি। প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর বাজারে ডিমওয়ালা ইলিশ পাওয়া যাওয়াটাও স্বাভাবিক বলে জানিয়ে মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, প্রজনন মৌসুমে যে পরিমাণে ডিম ইলিশ ছাড়বে তাতে যে মাছ উৎপাদন হবে তাতেই দেশে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গেল ১৫ দিনে ৪১৬ জেলেকে কারাদন্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২০ লাখ ৩১ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে ২ হাজার ২৫টি অভিযান চালানো হয়েছে এবং ৫৭৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার পাশাপাশি ৬৮৪টি মামলা করা হয়েছে। সে সময় বরিশাল বিভাগে ৩৮৮ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ২ হাজার ৮২৪ বার বিভিন্ন মাছঘাট, ৫ হাজার ২৫৭ বার বিভিন্ন আড়ত ও ৩ হাজার ১৪০ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা। আর গেল ১৫ দিনের অভিযানে ১৪ হাজার ৬৪ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ১৫ কোটি ২৫ লাখ ৩০ হাজার ১০০ টাকা মূল্যের ৮১ লাখ ৭৮ হাজার ১০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়া নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে ২ লাখ ৮৯ হাজার টাকা আয় হয়েছে। মৎস্য বিভাগের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপক‚লের ৭ হাজার বর্গকিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারা দেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকছে। উল্লেখ্য, বরিশাল বিভাগের ৬ জেলার ৩ লাখ ১৯ হাজার ৮৩০ জেলে পরিবারের জন্য ৭৯৯৯৫.৭৫০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।

 


এই বিভাগের আরো খবর