বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইয়াবাসহ মোরেলগঞ্জ হাসপাতালের ওয়ার্ডবয় গ্রেফতার

প্রতিনিধি: / ১৮৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২৫ গ্রাম গাঁজাসহ মেহেদী হাসান সজীব(৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সানকিভাংগা গ্রামের মতিউর রহমান খলিফার ছেলে সজিব মোরেলগঞ্জ হাসপাতালের ওয়ার্ডবয়। রবিবার দিবাগত রাত ৯টার দিকে হাসপাতাল সংলগ্ন খেয়াঘাট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সোমবার বেলা ১০টার দিকে তাকে বাগেরহাট কোর্টে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ সামসুদ্দিন বলেন, মেহেদী হাসান সজিব ইয়াবা ও গাঁজার একটি চালান নিয়ে খেয়াঘাট এলাকায় অবস্থান করছিলো এমন সংবাদের ভিত্তিতে পুলিশের দুটি দল অভিযান চালায়। এসময় স্থানীয়দের সহযোগীতায় সজীবকে আটক করা জনসমক্ষে তার শরীর তল্লাশী করে ৫০ পিচ ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায় বলেন, হাসপাতালের ওয়ার্ডবয় মেহেদী হাসান সজীব ২০২৩ সালের মার্চ মাস থেকে সাময়িকভাবে বরখাস্ত অবস্থায় রয়েছে। এর আগেও মাদকের মামলায় সে জেল-হাজত খেটেছে।


এই বিভাগের আরো খবর