সর্বশেষ :
পাইকগাছা–কয়রা; বহু প্রতিশ্রুতির উপকূল এখনো বঞ্চনার ঢেউয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের দুই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভুমিকম্পে কেঁপে উঠল ভারতের কাশ্মীর

প্রতিনিধি: / ১৮৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

বিদেশ : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর ভুমিকম্পে কেঁপে উঠেছে। কম্পনের উৎসস্থল ছিল ডোডা জেলার গুন্ডো। রোববার সকাল ৬টার দিকে ডোডা ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে ভ‚মিকম্প অনুভ‚ত হয়। এতে করে আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন। ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল ভুপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, কম্পনের জেরে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। অন্যদিকে আসামেও কম্পন অনুভ‚ত হয়েছে। এ রাজ্যে কম্পনের মাত্রা ছিল ৪.৬। শনিবারই ভুমিকম্পে কেঁপে উঠেছিল হিমাচল প্রদেশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, শিমলায় কম্পন অনুভ‚ত হয়। কম্পনের উৎসস্থল ছিল ভুপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে। এই ঘটনাতেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত আগস্টে পরপর কয়েকটি ভুমিকম্পে কেঁপে ওঠে জম্মু-কাশ্মীর। সেবার বারামুলা ও কুপওয়ারাতেই কম্পন অনুভ‚ত হয়েছিল। কম্পনের উৎসস্থল ছিল বারামুলা থেকে ৭৪ কিলোমিটার দূরে ভ‚পৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার দূরে। সাত মিনিটের মধ্যে বারামুলা ও কুপওয়ারা জেলা পরপর দুবার কেঁপে ওঠে। প্রথম কম্পনের তীব্রতা ছিল ৪.৯। দ্বিতীয় কম্পনের তীব্রতা ছিল ৪.৮। সূত্র : আনন্দবাজার


এই বিভাগের আরো খবর