বিদেশ : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর ভুমিকম্পে কেঁপে উঠেছে। কম্পনের উৎসস্থল ছিল ডোডা জেলার গুন্ডো। রোববার সকাল ৬টার দিকে ডোডা ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে ভ‚মিকম্প অনুভ‚ত হয়। এতে করে আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন। ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল ভুপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, কম্পনের জেরে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। অন্যদিকে আসামেও কম্পন অনুভ‚ত হয়েছে। এ রাজ্যে কম্পনের মাত্রা ছিল ৪.৬। শনিবারই ভুমিকম্পে কেঁপে উঠেছিল হিমাচল প্রদেশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, শিমলায় কম্পন অনুভ‚ত হয়। কম্পনের উৎসস্থল ছিল ভুপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে। এই ঘটনাতেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত আগস্টে পরপর কয়েকটি ভুমিকম্পে কেঁপে ওঠে জম্মু-কাশ্মীর। সেবার বারামুলা ও কুপওয়ারাতেই কম্পন অনুভ‚ত হয়েছিল। কম্পনের উৎসস্থল ছিল বারামুলা থেকে ৭৪ কিলোমিটার দূরে ভ‚পৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার দূরে। সাত মিনিটের মধ্যে বারামুলা ও কুপওয়ারা জেলা পরপর দুবার কেঁপে ওঠে। প্রথম কম্পনের তীব্রতা ছিল ৪.৯। দ্বিতীয় কম্পনের তীব্রতা ছিল ৪.৮। সূত্র : আনন্দবাজার