সর্বশেষ :
আইএল টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে মুস্তাফিজ বসুন্ধরা কিংসকে প্রথম হারের তেতো স্বাদ দিল পুলিশ এফসি জুমার-ঊর্মির দারুণ পথচলা থামল ফাইনালের হারে হজের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের লড়াই ভারতের বিশ্বকাপ দলে নেই গিল পাইকগাছা–কয়রা; বহু প্রতিশ্রুতির উপকূল এখনো বঞ্চনার ঢেউয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের দুই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বেনাপোল দিয়ে দশ দিনে ৪৮১ টন ইলিশ রপ্তানি

প্রতিনিধি: / ১৭৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক স্থাপনে এবং ভারত সরকারের দাবির পরিপ্রেক্ষিতে শারদীয় দুর্গাপূজার ছুটির মধ্যেও বিশেষ ব্যবস্থায় বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেলো ইলিশের চালান। গত বুধবার রাত ৮টা পর্যন্ত ৭ ট্রাকে ২২ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষণার ২ হাজার ৪২০ টন ইলিশের মধ্যে শুধু বেনাপোল দিয়ে গত ২৬ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত গত ১০ দিনে ৪৮১ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। বেনাপোল বন্দর দিয়ে ১০টি রপ্তানিকারক প্রতিষ্ঠান ১৫৭টি ট্রাকে করে ভারতের পেট্রাপোল বন্দরে এই ইলিশের চালান পাঠায়। প্রতিকেজি ইলিশ রপ্তানি হয়েছে ১০ মার্কিন ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ১৮০। গতকাল বৃহস্পতিবার বেনাপোল মাছ বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, এক কেজির নিচে ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ টাকায়। কেজির ওপরে বিক্রি হচ্ছে ১৮০০-২০০০ টাকায়। অথচ একই আকারের ইলিশ প্রায় ৬০০-৮০০ টাকা কমে ভারতে রপ্তানি হচ্ছে। কম দামে ইলিশ রপ্তানি বিষয়ে মৎস্য অধিদপ্তরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণকেন্দ্রের কর্মকর্তা আসওয়াদুল জানান, ইলিশ রপ্তানির পরিপত্রটি কয়েক বছর আগের। তবে দেশীয় বাজারদরের সঙ্গে সমন্বয় হতে পারে বলে তিনি মনে করেন। বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান জানান, গত বুধবার রাতে ৭টি ট্রাকে করে ২২ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। এ নিয়ে ১০ দিনে ভারতে রপ্তানি হয়েছে ৪৮১ টন ইলিশ।


এই বিভাগের আরো খবর