এস এম রাজ, বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে আগ্নেয়াস্ত্রসহ পাঁচ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা খুলনার নগরীর ফুলবাড়ি গেট এলাকায় সাবেক ইউপি সদস্য আরিফ
হত্যা মামলার আসামি।
বুধবার গভীর রাতে রামপাল উপজেলার ফয়লা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে
আসামীদের আটক করে রামপাল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি
আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার এবং চারটি মুঠোফোন জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানাযায় আটককৃতরা খুলনার নগরীর ফুলবাড়ি গেট
এলাকায় সাবেক ইউপি সদস্য আরিফ হত্যা মামলার আসামি। বৃহস্পতিবার দুপুরে
বাগেরহাট পুলিশ সুপার কার্যালয় এক প্রেস ব্রিফিং এসব তথ্য জানান পুলিশ
সুপার তোহিদুল আরিফ।
গ্রেপ্তারকৃতরা হলো, খুলনার মহেশ্বরপাশা এলাকার হুমায়ুন কবির, ইসতিয়াক
শাহরিয়ার, কাজী রায়হান, মো: আসিফ মোল্লা, ইমন হাওলাদার।
২৪ জুন রাত পৌনে ১২টার দিকে কুয়েট-তেলিগাতি সড়কের কুয়েট পকেট
গেটের সামনে সাবেক ইউপি সদস্য আরিফকে গুলি করে হত্যা করা হয়।