সর্বশেষ :
মোরেলগঞ্জে আনসার সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা সিরিয়ায় মার্কিন হামলায় অন্তত ৫ আইএস সদস্য নিহত গাজায় যুদ্ধবিরতির পর থেকে ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা ভারতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, পাঁচটি বগি লাইনচ্যুত জানুয়ারিতে রোহিঙ্গা গণহত্যার শুনানি করবে জাতিসংঘের শীর্ষ আদালত ইমরান খান ও তার স্ত্রীকে ১৭ বছর করে কারাদণ্ড তাইওয়ানের রাজধানীতে স্মোক বোমা ও ছুরি হামলার ঘটনায় নিহত ৪ ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত নিরসনে আশাবাদী যুক্তরাষ্ট্র আইএল টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে মুস্তাফিজ
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইংল্যান্ডের সামনে পাকিস্তানের রানের পাহাড়

প্রতিনিধি: / ২০৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

মাত্র কয়েকদিন আগেই নিজেদের ঘরের মাঠেই বাংলাদেশের কাছে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। এবার তারাই ইংল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে। নিজেদের ঘরের মাঠে ইংলিশ বোলারদের ওপর তান্ডব চালিয়ে রানের পাহাড় গড়েছে তারা। ইংল্যান্ডের বিপক্ষে মুলতান টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন পাকিস্তানের তিন ব্যাটার। তাতে ৫৫৬ রানের সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা। জবাবে দ্বিতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডও রয়েছে ভালো অবস্থানে। ১ উইকেট হারিয়ে তুলেছে ৯৬ রান। দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ওলি পোপ। নাসিম শাহর বলে আমের জামালের হাতে ক্যাচ দেন রানের খাতা খোলার আগেই। এরপর জ্যাক ক্রোলি ও জো রুট প্রতিরোধ গড়েন। ওয়ানডে স্টাইলে খেলে ২০ ওভারেই দলকে নিয়ে যান শতরানের কাছে। ক্রোলি ৬৪ বলে ১১টি চারে ৬৪ ও রুট ৫৪ বলে ৩২ রানে অপরাজিত আছেন। সিরিজের প্রথম টেস্টে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। শুরুতেই সাইম আইয়ুব বিদায় নিলেও প্রতিরোধ গড়েন আবদুল্লাহ শফিক ও শান মাসুদ। আড়াইশর বেশি রানের জুটি গড়ে সেঞ্চুরি তুলে নেন দুজনই। শান ১৫১ করে আউট হওয়ার পর শফিক ১০২ রানে আউট হন। এরপর প্রতিরোধ গড়ে ৮২ রানের ইনিংস খেলেন সৌদ শাকিল, তবে সেঞ্চুরির দেখা পাননি। লোয়ার অর্ডারে নেমে সেঞ্চুরি তুলে নেন সালমান আলী আঘা, ১০৪ রান করে অপরাজিত থাকেন তিনি। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের পর অলআউট হওয়ার আগে দলটির সংগ্রহ দাঁড়ায় ৫৫৬। ইনিংসের দৈর্ঘ্য ১৪৯ ওভার। ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার জ্যাক লিচ ৩ উইকেট নেন। এছাড়া অভিষিক্ত ব্রাইডন কার্স এবং গাস অ্যাটকিনসন দুটি করে উইকেট নিয়েছেন।


এই বিভাগের আরো খবর