বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে জেলা প্রসাশকের পরিদর্শ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধি: / ১৮৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের নবগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্টিট আহম্মেদ কামরুল হাসান, ৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে সকল দাপ্তরিক প্রধান গণের সংঙ্গে এক মত বিনিময় সভা ও কয়েকটি দপ্তর পরিদর্শন করেন।
ফকিরহাট উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ কামরুল হোসেনর এর সভাপতিতে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় জেলা প্রশাসক, আহম্মেদ কামরুল হাসান প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রানী রায়।
এসময় সহকারী কমিশনার (ভ‚মি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুর রহমান সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মত বিনিময় সভা সহ ফকিরহাট উপজেলার কয়েকটি গ্রুরুত্ব পূর্ণ দপ্তর পরিদর্শন করেন। দপ্তর গুলোর মধ্যে হলো ফকিরহাট উপজেলা মডেল থানা, পাগলা শ্যামনগর কমিউনিটি ক্লিনিক, খড়োরিয়া ইউনিয়ন ভূমি অফিস, সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়, আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। এবং
ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু সহ ইউপি সদস্য ও উদ্যোক্তাদের সাথে আলোচনা করেন। এ সময় প্রধান অতিথি উপজেলার নির্বাহি কর্মকর্তার বাংলোতে একটা বকুল ফুল গাছের চারা রোপন করেন। জেলা প্রশাসক মহোদয় ইউপজেলা দাপ্তরিক প্রধান গণ কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।


এই বিভাগের আরো খবর