রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাংলাদেশ-আফগানিস্তান মধ্যকার ওডিআই সিরিজের সূচি প্রকাশ

প্রতিনিধি: / ২১১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ ৬ নভেম্বর। সংযুক্ত আরব-আমিরাতের কোন মাঠে খেলা হবে তা এখনো চুড়ান্ত হয়নি। এক বিবৃতিতে, বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করেছে আফগান ক্রিকেট বোর্ড। সিরিজের প্রথম ওয়ানডে ৬ নভেম্বর। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর। সংযুক্ত আরব-আমিরাতকে হোম ভেন্যু হিসাবে পেয়েছে আফগানিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই এই সিরিজ হওয়ার কথা ছিল। তবে ঠাসা সূচির কারণে তখন সিরিজটি পিছিয়ে যায়। এবার দুই দলের সম্মতিতে সিরিজের সূচি চ‚ড়ান্ত করা হয়েছে। গত আগস্ট থেকে টানা ক্রিকেটের মধ্যে রয়েছেন নাজমুল হোসেন শান্তরা। আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজের পর এখন টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে ভারতে অবস্থান করছে বাংলাদেশ দল। অক্টোবরে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে দক্ষিণ আফ্রিকা। দুই টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নভেম্বর-ডিসেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। উইন্ডিজ সফরে যাওয়ার আগে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হিসাবে আফগানিস্তান সিরিজে চোখ রাখছে বাংলাদেশ।
বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ:
৬ নভেম্বর- প্রথম ওয়ানডে, সংযুক্ত আরব-আমিরাত
৯ নভেম্বর- দ্বিতীয় ওয়ানডে, সংযুক্ত আরব-আমিরাত
১১ নভেম্বর- তৃতীয় ও শেষ ওয়ানডে, সংযুক্ত আরব-আমিরাত


এই বিভাগের আরো খবর