চেন্নাই টেস্টে ৮২ রানের ঝলমলে এক ইনিংস খেলে র্যাংকিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়া বাংলাদেশিদের মধ্যে এগিয়েছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানারা। চেন্নাই টেস্টে ভারতের কাছে ২৮০ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে ম্যাচের প্রথম দুই সেশনে দাপট দেখিয়েছিলেন টাইগার পেসাররা। প্রথম ইনিংসে ৫ উইকেট নেন হাসান মাহমুদ। বাকি দুই পেসার তাসকিন আহমেদ এবং নাহিদ রানাও বল হাতে উজ্জ্বল ছিলেন। এবার আইসিসির র্যাংকিংয়ে উন্নতি করেছেন তিন পেসার। টেস্টে বোলারদের র্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়েছেন হাসান মাহমুদ, রয়েছেন ৪৪ নম্বরে। এছাড়া ৮ ধাপ উন্নতি করে তাসকিন রয়েছেন ৬৩তম স্থানে। নাহিদ রানা এগিয়েছেন ১ ধাপ, রয়েছেন ৭৮ নম্বরে। সাকিব আল হাসান ৬ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৩৩তম স্থানে। ভারতীয় বোলারদের মধ্যে ১ ধাপ এগিয়ে ৬ষ্ঠ স্থানে উঠেছেন রবীন্দ্র জাদেজা। এছাড়া ১০ ধাপ উন্নতি করে আকাশ দ্বীপ উঠেছেন ৮৮ নম্বরে। ব্যাটারদের মধ্যে ১ ধাপ উন্নতি করে ৫ম স্থানে উঠেছেন ভারতের যশস্বী জাইসওয়াল। ৫ ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠেছেন শুবমান গিল। ৩ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে উঠেছেন রবীন্দ্র জাদেজা। অসাধারণ এক সেঞ্চুরি হাঁকানো রবিচন্দ্রন অশ্বিন এগিয়েছেন ৭ ধাপ, রয়েছেন ৭২তম স্থানে। টেস্ট ক্রিকেটে ফিরেই র্যাংকিংকিংয়ের ৬ষ্ঠ স্থানে রয়েছেন রিশভ পান্ট। ৫ ধাপ করে পিছিয়েছেন ভারতের দুই ব্যাটিং গ্রেট রোহিত শর্মা এবং বিরাট কোহলি। রোহিত আছেন ১০ম স্থানে, কোহলি রয়েছেন ১২ নম্বরে। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ১ ধাপ এগিয়ে ৪৩ নম্বরে রয়েছেন সাকিব আল হাসান। ১৪ ধাপ উন্নতি করে ৪৮ নম্বরে রয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২ ধাপ এগিয়ে সাদমান ইসলাম রয়েছেন ৯১তম স্থানে। জমজমাট লড়াইয়ের গল টেস্টের পারফরম্যান্স থেকেও র্যাংকিংয়ে কিছু অদলবদল এসেছে। বোলারদের র্যাংকিংয়ে শীর্ষ দশে ঢুকেছেন শ্রীলঙ্কার প্রবাথ জয়সুরিয়া। ৫ ধাপ এগিয়ে ৮ম স্থানে রয়েছেন তিনি। লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা এগিয়েছেন ৭ ধাপ, আছেন ৭৭ নম্বরে। নিউজিল্যান্ডের অ্যাজাজ প্যাটেল ১০ ধাপ উন্নতি করে উঠেছেন ২৫তম স্থানে। অ্যাজাজের সতীর্থ উইলিয়াম ও’রউরকেও এগিয়েছেন ১০ ধাপ, আছেন ৪১ নম্বরে। ব্যাটারদের মধ্যে ৩ ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠেছেন কামিন্দু মেন্ডিস। ৪ ধাপ উন্নতি করে কুশল মেন্ডিস রয়েছেন ৫১ নম্বরে। অলরাউন্ডারদের র্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়ে ধনঞ্জয়া ডি সিলভা রয়েছেন ১৮তম স্থানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করে ওয়ানডেতে ব্যাটারদের র্যাংকিংয়ের শীর্ষ দশে ঢুকেছেন রহমানউল্লাহ গুরবাজ। ১০ ধাপ এগিয়ে গুরবাজ রয়েছেন ৮ম স্থানে। আফগান কোনো ব্যাটারের ওয়ানডেতে শীর্ষ দশে ঢোকার কীর্তি এবারই প্রথম। অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড ৭ ধাপ উন্নতি করে রয়েছেন গুরবাজের পরেই, ৯ম স্থানে। আফগানিস্তানের স্পিনার রশিদ খানও র্যাংকিংয়ে উন্নতি করেছেন। ৮ ধাপ এগিয়ে বোলারদের মধ্যে ৩য় স্থানে রয়েছেন রশিদ। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা এগিয়েছেন ১ ধাপ, আছেন ২য় স্থানে। শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজ। ৮ ধাপ এগিয়ে আফগান পেসার ফজলহক ফারুকী রয়েছেন ৩৪তম স্থানে। ১৪ ধাপ উন্নতি করেছেন দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডি, আছেন ২০ নম্বরে। এছাড়া নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ২ ধাপ এগিয়ে ১৫ এবং মিচেল স্যান্টনার ৩ ধাপ এগিয়ে ১৭তম স্থানে আছেন। অস্ট্রেলিয়ার গেøন ম্যাক্সওয়েল ১২ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৭৪ নম্বরে।