লাশগুলো মেঘ হয়ে ভেসে থাকে আমার আকাশে,
যেন শাদা তুলো উড়ে উড়ে বাসা বাধে বাড়ির চিলেকোঠায়,
থাকে সংগোপনে,কোনো মর্গে
বারান্দায় নয়,
বেওয়ারিশ হয়ে যে কতোজন গিয়েছে হারিয়ে
কে জানে?
লাশগুলো যেন বৃষ্টি হয়ে নামে
আমার উঠোনে,
টুপটাপ বৃষ্টি
ঝরঝর বৃষ্টি
শিশু-হারা মায়েদের কাছে
ভাই-হারা বোনদের কাছে
কান্না নিয়ে আসে শব্দে
গুর গুর,
লাশগুলো মেঘ হয়ে ভেসে আছে আজ সারা বাংলাদেশে
বেওয়ারিশ নয়,
কোনো আগন্তুক নয়
আমাদের সন্তানেরা!