বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

স্মার্টফোনের ব্যাটারি বিস্ফোরণের লক্ষন

প্রতিনিধি: / ১৯৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

আইটি: মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য গ্যাজেট হয়ে উঠেছে। তবে নিত্যদিনের এ সঙ্গী যদি বিস্ফোরণের ঝুঁকিতে থাকে, তা সমূহ বিপদের কারণ হতে পারে। গ্যাজেট বা ডিভাইসে থাকা লিথিয়াম-আয়ন ব্যাটারির ক্ষেত্রে এমন আশঙ্কা একেবারে উড়িয়ে দেয়া যায় না। কেননা হরহামেশাই নানা জায়গায় বিভিন্ন দুর্ঘটনার খবর শোনা যায়। ইউএস কনজিউমার প্রডাক্ট সেফটি কমিশনের (সিপিএসসি) তথ্যমতে, ২০১২-১৭ সালের মধ্যে লিথিয়াম-আয়ন ব্যাটারির সঙ্গে সম্পর্কিত ২৫ হাজারেরও বেশি অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। ২০২৩ সালেই নিউইয়র্ক সিটিতে লিথিয়াম-আয়ন ব্যাটারি সম্পর্কিত ২০০টি অগ্নিকাÐের ঘটনা রিপোর্ট করা হয়েছে। কিছু ক্ষেত্রে পোষা কুকুর ডিভাইসে কামড়ানোর কারণে অগ্নিকাÐ ঘটেছে বলে জানা যায়। আবার অনেক সময় ব্যাটারির নিজস্ব ত্রæটির কারণেও এ ধরনের বিস্ফোরণ হতে পারে। লিথিয়াম ব্যাটারি কাজ করে ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে, যা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ঘটে। কিন্তু কিছু পরিস্থিতিতে এ রাসায়নিক বিক্রিয়া বিপজ্জনক হয়ে উঠতে পারে। তবে ভালো খবর হলো কিছু সতর্ক সংকেত রয়েছে, যা থেকে বুঝতে পারা যায় রিচার্জেবল ডিভাইসের ব্যাটারি কখন বিস্ফোরণের ঝুঁকিতে আছে।
সতর্ক সংকেতগুলো হলো-
তাপ: রিচার্জেবল ব্যাটারি তাপ উৎপন্ন করে, যা স্বাভাবিক। তবে যদি ডিভাইসটি অতিরিক্ত গরম হয়ে যায় এবং স্পর্শ করা যায় না, তখন এটি বিপজ্জনক সংকেত। একে বিষ্ফোরণের একটি লক্ষণ হিসেবে বিবেচনা করা যেতে পারে।
স্ফীতি: লিথিয়াম ব্যাটারি তাপ ও গ্যাস সঞ্চয়ের কারণে ফুলে যেতে পারে। তবে ফুলে যাওয়া মানেই বিস্ফোরণ নয়, অন্যান্য সংকেতের সঙ্গে মিললে চিন্তার বিষয় হতে পারে। এ ক্ষেত্রে ব্যবহারকারীকে সতর্ক হতে হবে।
ধোঁয়া: সাদা বা ধূসর ধোঁয়া দেখা গেলে বুঝতে হবে ব্যাটারি শিগগিরই বিস্ফোরণ হতে যাচ্ছে।
শব্দ: ব্যাটারি থেকে হিসহিস বা বুদ্বুদের মতো শব্দ শোনা গেলে সতর্ক হওয়া প্রয়োজন। ব্যাটারির রাসায়নিক প্রক্রিয়ায় ত্রæটির কারণে এ ধরনের শব্দ তৈরি হয়ে থাকতে পারে।
করণীয়
উপরিউক্ত লক্ষণগুলো দেখা গেলে নিচের করণীয়গুলো পালন করা যেতে পারে-
এলাকা খালি করুন: স্মার্টফোনের কোনো স্ফুলিঙ্গ বা ধোঁয়া দেখলে এলাকা ত্যাগ করুন।
হাত সুরক্ষিত রাখুন: খালি হাতে ডিভাইস ধরবেন না। মোটা কাপড় বা তোয়ালে ব্যবহার করে ডিভাইসটি ধরুন। এতে কাপড়টি বাফার হিসেবে কাজ করে।
ডিভাইস বন্ধ করুন: ডিভাইসটি প্লাগ থেকে খুলে বন্ধ করুন।
নিরাপদ স্থানে সরান: ডিভাইসটিকে সাবধানে একটি নিরাপদ স্থানে সরান। যেমন কংক্রিটের মেঝে বা বাইরে জনকোলাহল থেকে দূরে কোনো খোলা জায়গায় ডিভাইসটিকে স্থানান্তর করতে হবে। যদি আগুন ধরেই যায় তাহলে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করুন।


এই বিভাগের আরো খবর