বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পঞ্চগড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে “সেনাবাহিনীর সরকার বার বার দরকার” বলে স্লোগান

প্রতিনিধি: / ২৫৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

 সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়ঃ নয় দফা দাবী আদায়ে পঞ্চগড়ে বিক্ষোভ ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী সাধারন শিক্ষার্থীরা।মিছিলটি বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ১২ টায় লিচুতলা ন্যাশনাল ব্যাংক সংলগ্ন এলাকা থেকে বের করে,মিছিল নিয়ে তারা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে অগ্রসর হলে,পুলিশ ইসলামবাগ এলাকায় বাধা দেয়।
পরে তারা মহাসড়কের পাশে রফিজল প্লাজার সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ ও  দেওয়াল লিখন কর্মসূচি পালন করে। এসময় সেনাবাহিনীর গাড়ি বহর দেখলে সেনাবাহিনীর সরকার বার বার দরকার বলে, স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
পরে শিক্ষার্থীরা আবারও সামনের দিকে আগাতে চাইলে পুলিশ বাধা দেয়।
এ সময় সতর্কতা অবস্থায় ছিল পুলিশ।আগামীতে সকল কর্মসূচি অব্যাহত রাখবে বলেও জানান শিক্ষার্থীরা।


এই বিভাগের আরো খবর