বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

(জেলের ফাইলঃ ছবি আছে) ইন্দুরকানীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের ভাসমান মরদেহ উদ্ধার

প্রতিনিধি: / ২১২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৮ জুলাই, ২০২৪

ইন্দুরকনী (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে জাল দিয়ে কচাঁ নদীতে মাছ ধরতে গিয়ে আলামিন (৩৮) নামের এক জেলে নিখোঁজ হওয়ার দুই দিন পর ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কচাঁ নদীর তীরবর্তী গজারিয়া খাল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার চন্ডিপুর এলাকার কচাঁ নদীতে ঝাকি জাল নিয়ে জেলে আলামিন মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেনি। ওই জেলে বাড়িতে ফিরে না আসায় তার স্বজনরা অনেক খোঁজাখুজির পর সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল অভিযান চালিয়েও তাকে দুইদিনেও উদ্ধার করতে ব্যর্থ হয়। অবশেষে শনিবার বিকালে এক জেলে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে খবর দিলে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে।
ইন্দুরকানী থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, নিখোঁজের দুইদিন পর শনিবার বিকালে নিখোঁজ জেলের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।


এই বিভাগের আরো খবর