শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ভারতীয় নাগরিক নিহত,আহত ৫

প্রতিনিধি: / ২০৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৪ জুলাই, ২০২৪

আবু- হানিফ,বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় শ্রীধর গাঙ্গুলী (৪৫) নামের এক যাত্রী
নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন যাত্রী। শনিবার (১৩ জুলাই)
সকালে খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায়
এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রীধর গাঙ্গুলী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার দেবগ্রামের
গিন গাঙ্গুলী ছেলে। তিনি ভারতীয় নাগরিক বলে পুলিশ সূত্রে জানা যায়। আহতদের
মধ্যে গুরুতর আহত অবস্থায় মনোয়ার বেগম (৪৫) নামের এক নারীকে উদ্ধার করে
ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের (ওসি) অফিসার্স ইনচার্জ শেখ
নুরুজ্জামান চানু বলেন, সকাল পৌনে ৭টার দিকে রাজিব নামের একটি
যাত্রীবাহী বাস ঘটনাস্থলে যাত্রী নামাচ্ছিল। এ সময়ে বিপরীত দিক থেকে ছেড়ে
আসা ঢাকাগামী দ্রæতগতির দোলা নামের আরেকটি বাস এটিকে সজোরে
ধাক্কা দিলে বাসের ৬ যাত্রী গুরুতর আহত হন। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে
শ্রীধর গাঙ্গুলী নামের এক যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন
হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, দূর্ঘটনার পর ঘাতক বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে।
দুর্ঘটনা কবলিত বাস দুটিকে মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ হেফাজতে
নিয়েছে বলে জানান ওসি।


এই বিভাগের আরো খবর