সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিরিজে এগিয়ে যাওয়ার মিশনে ভারত ও জিম্বাবুয়ে

প্রতিনিধি: / ২৩৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

স্পোর্টস: সিরিজে এগিয়ে যাবার লক্ষ্য নিয়ে তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন ভারত ও জিম্বাবুয়ে। প্রথম দুই ম্যাচ শেষে ভারত ও জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। তৃতীয় ম্যাচ জিতে সিরিজে লিড নিয়ে মরিয়া দু’দল। বুধবার হারারেতে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের শিরোপা জয়ের সাতদিন পর জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমে বড় ধাক্কা খায় ভারত। স্বাগতিক জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচে ১৩ রানে হেরে যায় টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় ম্যাচ জয়ের পর স্বস্তির নিশ্বাস ফেলেন ভারত অধিনায়ক শুভমান গিল। স্বাগতিকদের ১০০ রানে হারিয়ে সিরিজে সমতা আনে ভারত। সমতার পর সিরিজে এগিয়ে যেতে মরিয়া গিল বলেন, ‘দ্বিতীয় ম্যাচে দলের পারফরমেন্সে আমি খুশি। এবার আমাদের লক্ষ্য সিরিজে এগিয়ে যাওয়া। তৃতীয় ম্যাচেও পারফরমেন্সে ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই আমরা। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। কারণ নিজেদের কন্ডিশনে যেকোনো দলকে হারিয়ে দিতে পারে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে তাদের দারুণ পারফরমেন্স প্রশংসার যোগ্য।’ এদিকে, জয় দিয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় ম্যাচের হার হতাশ করেছে জিম্বাবুয়েকে। তবে ভারতকে আবারও হারানোর স্বপ্ন দেখছেন দলের অধিনায়ক সিকান্দার রাজা। তিনি বলেন, ‘দ্বিতীয় ম্যাচের পারফরমেন্স আমরা ভুলে যেতে চাই। প্রথম ম্যাচের জয় আমাদের আত্মবিশ্বাসী করছে। ভারতকে হারানোর সামর্থ্য আছে দলের। তৃতীয় ম্যাচে দলের সবাই আরও একবার জ¦লে উঠলে, জয় আমাদেরই হবে। ভারতের ব্যাটিংকে চাপে ফেলতে পারলেও, জয়ের ভালো সুযোগ তৈরি হবে। এজন্য বোলার ও ফিল্ডারদের ভালো পারফরমেন্স করতে হবে।’


এই বিভাগের আরো খবর