সর্বশেষ :
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন  বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  মোংলায় ইজিবাইকের ধাক্কায় নিহত-১, গাড়ি ও চালক আটক মোরেলগঞ্জে হত্যার হুমকীতে দিনমজুরের আত্মহত্যা? বাধালে কোটি টাকার কাঁচা-পাকা সুপারি বাণিজ্যের পেছনে অচেনা শ্রমিকদের কান্না-হাসি কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ চীনের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো ভারত ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা ইউক্রেনের ৯০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শাকিবের পর জিৎ, কী বলছেন নির্মাতা রাফী

প্রতিনিধি: / ২২৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪

বিনোদন: দেশের গন্ডি  পেরিয়ে কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। আগামী ৫ জুলাই এটি মুক্তি পাচ্ছে ভারতে। ‘তুফান’ সিনেমা মুক্তি নিয়ে কিছুদিন আগে ওপার বাংলার সুপারস্টার জিৎ বলেন, এখানে প্রতিযোগিতার কিছু নেই। বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। এরপই টলিউডে গুঞ্জন, নির্মাতা রায়হান রাফীর পরবর্তী সিনেমায় নাকি নায়ক হচ্ছেন অভিনেতা জিৎ। এই গুঞ্জনের বিষয়ে রাফীর বলেন, ‘ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় আরও ছবি তৈরির ইচ্ছে আছে। জিৎ দা বাংলার সুপারস্টার। তার সঙ্গে কাজ করতে পারলে খুবই ভালো লাগবে। কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির আরও অনেককেই আমার পছন্দ। তাই এখনই আলাদা করে কারও নাম উল্লেখ করার সময় আসেনি।’ দুই বাংলার তারকাশিল্পীদের এক করে কাজ করেছেন রাফী। ফলে তুফান দুই বাংলায় বøকবাস্টার হবে বলেও জানান তিনি। এজন্য তিনটি কারণও উল্লেখ করেছেন এই নির্মাতা। বললেন, ‘কারণ হিসেবে এক, শাকিব পশ্চিমবঙ্গের অনেক নায়িকার সঙ্গে কাজ করেছেন। মিমির সঙ্গে করেননি। তাই তাদের জুটি বানালাম। দুই, দর্শক নতুন জুটি দেখতে খুব ভালোবাসে। শাকিব-মিমির জুটি আবারও সেটা প্রমাণ করে দিয়েছেন। তিন, দু’জনেই দুই বাংলার সেরা অভিনেতা।’ বøকবাস্টার তুফান-এ দ্বৈত চরিত্রে রয়েছেন শাকিব খান। তাঁর বিপরীতে টলিউডের মিমি চক্রবর্তী ও ঢালিউডের মাসুমা রহমান নাবিলা। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী। আরও অভিনয় করেছেন রজত গাঙ্গুলি, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, শহিদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ। এরইমধ্যে সিনেমাটির দ্বিতীয় কিস্তিরও ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্টরা।


এই বিভাগের আরো খবর