
ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ঘূর্ণিঝড় ‘রেমাল’ এ ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেল চারা, উফশী আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির অনুষ্ঠােন অনুষ্ঠত হয়।

ইন্দুরকানী উপজেলা পরিষদ মিলনায়তন, ২৭ জুন সকাল ১০ টায়উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজেন উপজেলা নির্বাহী অফিসার, আবুবক্কর সিদ্দিকীর সভাপতিত্বে প্রনোদনা কর্মসুচির শুভ উদ্বোধন করেন পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য শ. ম. রেজাউল করিম, বিষেশ অতিথি ইন্দুরকানী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা পারভীন, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কামরুন নেছা সুমি।