শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পঞ্চগড়ে বিদ্যুৎ চাহিদার তুলনায় অর্ধেকই নাই, বিপর্যস্ত সাধারণ মানুষ 

প্রতিনিধি: / ২৮৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়ঃ পঞ্চগড়ে অতিরিক্ত লোডশেডিংয়ের জনজীবনে নাভিশ্বাস উঠেছে। চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ অর্ধেকে নেমে আসায় প্রচন্ড দাবদাহে সাধারণ মানুষ সহ প্রাণীকুল হাসফাঁস করছেন। সবচেয়ে বিপাকে পড়েছে এইচএসসি পরীক্ষার্থী, ব্যবসায়ী, শিশু বয়স্ক ও খামারে পালিত গরু, বয়লার মুরগী। খামার মালিকরা বিদ্যুতের জন্য শঙ্কা পড়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (নেসকো) সূত্রে জানা যায়,পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলায় ৬০ হাজার গ্রাহক রয়েছে। এসব গ্রাহকের বিদ্যুতের চাহিদা রয়েছে ২৫ মেগাওয়াট।চাহিদার বিপরীতে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে অর্ধেক ১২ মেগাওয়াট।
এদিকে পল্লী বিদ্যুতের পঞ্চগড় জেলায় ২ লাখ ৬৫ হাজার গ্রাহক রয়েছে।এসব গ্রাহকের বিদ্যুতের চাহিদা ৫১ মেগাওয়াট। চাহিদার বিপরীতে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হচ্ছে।
ভুক্তভোগীরা জানায়, প্রচন্ড গরমের মধ্যে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে মানুষের ভোগান্তি চরমে। তীব্র দাবদাহে প্রাণিকূলের অবস্থাও ওষ্ঠাগত। দিনাতিতে ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ যায়। শহর এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে পালা করে এলাকা ভিত্তিক দফায় দফায় বিদ্যুতের লোডশেডিং দেয়া হয়। গ্রামের অবস্থা আরও ভয়াবহ। গ্রাম এলাকায় কখন বিদ্যুৎ আসে সেই হিসাব রাখেন ভুক্তভোগীরা। সেখানে প্রায় সময়ই বিদ্যুৎ থাকেনা- যদিওবা আসে কয়েক মিনিট পরেই চলে যায়।
হাফিজাবাদ এলাকার এইচএসসি পরীক্ষার্থী শাহিনুর জানান,৩০ জুন থেকে পরীক্ষা শুরু আর এখন প্রতিদিন সন্ধ্যা থেকে ১২ টা পর্যন্ত কতবার বিদ্যুৎ যায় হিসেব নাই।এতে প্রচুর সমস্যায় পড়তে হয়।
হেলিপোর্ট বাজারের হোসেন আলী জানান,সন্ধ্যায় যখন বেচাকেনার সময় ঠিক তখনি বিদ্যুৎ নাই। একবার গেলে একঘন্টা ঠিকমতো বেচাকেনা হয় না।
তেঁতুলিয়ার সুমন ও ফরিদ জানান, বিদ্যুৎ এখন যায় না, আসে মাঝে মাঝে।
প্রচন্ড দাবদাহে বাসায় থাকা যায় না।ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ।
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি পঞ্চগড় জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো.গোলাম রাব্বানী জানান, পিক আওয়ারে সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা ৫০ মেগাওয়াট।কিন্তু ৩০ মেগাওয়াট সরবরাহ হচ্ছে।তাপমাত্রা বেড়ে গেলে চাহিদা বেড়ে যায় বিদ্যুতের, ফলে সাম্প্রতিক সময়ে লোডশেডিং বেড়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পঞ্চগড় নেসকোর নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ)সত্যজিৎ দেব শর্মা জানান, পঞ্চগড় ও তেঁতুলিয়ায় ৬০ হাজার গ্রাহকের বিদ্যুতের চাহিদা ২৫ মেগাওয়াট।
বিদ্যুৎ সরবরাহ পাচ্ছেন ১২ মেগাওয়াট, ১৩ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থাকছে।
ফলে এলাকা ভিত্তিক লোডশেডিং দিয়ে বিদ্যুৎ সঞ্চালন অব্যাহত রাখা হচ্ছে।


এই বিভাগের আরো খবর