সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের দুই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন কুতুবদিয়ায় আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি পরিশোধ
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘মুজিব’ জেনেভা চলচ্চিত্র উৎসবে প্রশংসিত

প্রতিনিধি: / ২৩৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ জুন, ২০২৪

বিনোদন: বিশ্বের অন্যতম কুটনৈতিক শহর জেনেভায় ১৯ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হল ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত বহুল আলোচিত ছবি ‘মুজিব: একটি জাতির রূপকার’। উৎসবের শেষ দিন ছিলো রোববার। এদিন দুপুরে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মুজিব’ ছবিটি প্যানারোমা বিভাগে প্রদর্শিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব-কে নিয়ে আবেগঘন বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, এমপি। মুজিব চলচ্চিত্রের প্রেক্ষাপট ও এই মহাপুরুষের জীবনী নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জেনেভাসহ বাংলাদেশ মিশনের ‘চার্জ দ্য এফেয়ার্স’ সঞ্চিতা হক, জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দক্ষিণ এশিয়া বিষয়ক সম্পাদক রহমান খলিলুর মামুন, উৎসব কমিটির প্রধান নির্বাহী চলচ্চিত্র পরিচালক তাহার হোচি এবং কমিটির সাধারণ সম্পাদক সুফিয়ান বোসাই। এদিন ইউরোপের সকল দেশেই ছিল পবিত্র ঈদ উল আযহা। জেনেভায় ছিল পূর্ণ ঈদের আমেজ। স্থানীয় বাংলাদেশ কমিউনিটির মধ্যে ছিল ঈদের আনন্দ ও মুজিব চলচ্চিত্র দেখার আবেগঘন উচ্ছ¡াস। সুইজারল্যান্ডের প্রত্যন্ত শহর বাসেল, লুজার্ন, নূশাতল, লুজান ও জেনেভার ‘মুজিব’ প্রেমী দর্শকে প্রেক্ষাগৃহ ছিল কানায় কানায় পরিপূর্ণ। ১৭৮ মিনিট দীর্ঘ এই ঐতিহাসিক মুভিটি শিশু- কিশোর, প্রাপ্ত বয়স্ক ও বৃদ্ধ বয়সের অগণিত দর্শক গ্যালারিতে বসে মগ্ন হয়ে উপভোগ করেন। অসংখ্য দর্শক ছিলেন আবেগে অশ্রæসজল। বংলাদেশী কমিউনিটির পাশাপাশি দর্শক সারিতে ছিলেন উল্লেখযোগ্য সংখ্যক সুইস ও বিদেশী নাগরিক। ছবিটি শেষে বিদেশী দর্শকগণ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ছবি প্রদর্শনী শেষে বিকেল সাড়ে ৩টায় গ্রæথলী প্রেক্ষাগৃহের রিসেপসন প্যাভিলিয়নে ঈদ মেনু ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করে জেনেভার সাজনা রেস্টুরেন্ট পরিবার। কোমল পানীয় পরিবেশন করেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জমাদার নজরুল ইসলাম। সামগ্রিক অনুষ্ঠানটির তত্ত¡াবধান ও সহযোগিতায় ছিলেন জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশনের কাউন্সিলর (শ্রম) মোহাম্মদ কামরুল ইসলাম, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আনিস হোসেইন, মশিউর রহমান সুমন, যুগ্মসম্পাদক মাসুম খান দুলাল, সাংগঠনিক সম্পাদক সুমন বডুয়া, শাহাদাত মজুমদার ও লুজান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শাখাওয়াত শামীন প্রমুখ।


এই বিভাগের আরো খবর