মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে আরও ৫০টি ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে। ভূমিহীন ও গৃহহীনদের মাঝে এসব ঘর হস্তান্তর করা হবে। সোমবার বিকেল ৪ টায় এক প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় নির্মীত এসব ঘর হস্তান্তর করবেন বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, সহকারি কমিশনার(ভূমি) মো. বদরুদ্দোজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, আইসিটি বিষয়ক কর্মকর্তা ত্রীদীপ সরকার ও উপসহকারি প্রকৌশলী শুভঙ্কর রায় এসময় উপস্থিত ছিলেন।