সর্বশেষ :
ফলোআপ: পাইকগাছায় কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাংলাদেশের রীতি কানের রেড কার্পেটে

প্রতিনিধি: / ২৫৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৪ মে, ২০২৪

বিনোদন: বাংলাদেশের চলচ্চিত্র, চিত্রনাট্যকার ও সমালোচক সাদিয়া খালিদ রীতি এবারের কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ সম্মানীয় রেড কার্পেটে অংশ নিয়েছেন। শুধু তাই নয়, রেড কার্পেট লাইনআপের বিশেষ অংশ হিসাবে মেরিল স্ট্রিপ, কেট বø্যানচেট, এমা স্টোন, ডেমি মুরসহ বিখ্যাত চলচ্চিত্র পরিচালকদের পাশাপাশি রীতির নাম ও দেশ ঘোষণা করা হয়। এবার একমাত্র বাংলাদেশি হিসেবে দেশের হয়ে এ সম্মান অর্জন করেন রীতি। ৭৭তম কানের মঞ্চে ফিপরেসি জুরি বোর্ড মেম্বারের দায়িত্ব পালন করছেন তিনি। এবারের কানের আসরে দ্বিতীয়বারের মতো এ দায়িত্ব পালন করছেন রীতি। কানে অংশ নেয়া প্রসঙ্গে রীতি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি কিছু বিষয় স্পষ্ট করতে চাই। আমরা সবাইকে স্যুটকেসভরা পোশাক আর প্রশংসনীয় কৃতিত্বকে উৎসাহিত করছি না। এখানে রেড কার্পেট মূল ভেন্যুতে প্রবেশের একটি পথ। কিন্তু অনেকেই এ পথকে বেশি গুরুত্ব দিয়ে ফিচার করেন। যা মূল অনুষ্ঠান থেকে ভিন্ন। একজন আর্টিস্ট ও একজন সাংবাদিক হিসেবে আমাদের তাই আরও পরিশ্রমী হতে হবে।’ এরপর কানে নিজের আউটফিট প্রসঙ্গে কথা বলেন রীতি। বলেন, ‘ভেন্যুর পুরস্কার বিতরণীতে নিজের দেশকে তুলে ধরতে ঐতিহ্যবাহী জামদানি শাড়ি পড়েছি। তবে কানের রেড কার্পেটে নিজের দেশের ট্র্যাডিশনাল ফ্রেবিককে হাইলাইট করেছি। আমার পরনের সবকিছুই ছিল বাংলাদেশের।’ উল্লেখ্য, ইতালি, ভারত, ইংল্যান্ড, নেপাল, ফ্রান্স, রাশিয়া, শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে জুরি সদস্য হিসেবে কাজ করেছেন চলচ্চিত্র সমালোচক রীতি। সে ধারাবাহিকতায় ২০১৯ সাল থেকে প্রথম কান চলচ্চিত্র উৎসবে জুরি সদস্য হিসেবে যোগ দেন।


এই বিভাগের আরো খবর