সর্বশেষ :
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন  বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  মোংলায় ইজিবাইকের ধাক্কায় নিহত-১, গাড়ি ও চালক আটক মোরেলগঞ্জে হত্যার হুমকীতে দিনমজুরের আত্মহত্যা? বাধালে কোটি টাকার কাঁচা-পাকা সুপারি বাণিজ্যের পেছনে অচেনা শ্রমিকদের কান্না-হাসি কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ চীনের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো ভারত ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা ইউক্রেনের ৯০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিমানের আঘাতে মুম্বাইতে ৩৯ ফ্ল্যামিঙ্গোর মৃত্যু

প্রতিনিধি: / ২৫৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

বিদেশ : ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর মুম্বাইতে একটি বিমানের আঘাতে অন্তত ৩৯ ফ্ল্যামিঙ্গো মারা গেছে। পরিবেশবাদীরা ঘটনাটি নিয়ে বিক্ষুব্ধ। ঘটনার পর সোমবার রাতে এমিরেটসের ফ্লাইটটি নিরাপদেই অবতরণ করে। ফ্লাইটিতে মোট তিন শতাধিক যাত্রী ছিল। কর্মকর্তারা জানিয়েছেন, পাখিগুলো স্বাভাবিক পথ থেকে হারিয়ে ফ্লাইটের পথে চলে এসেছে কিনা তা এখনো পরিষ্কার নয়। পরিবেশবাদীরা এ ঘটনার জন্য অতিরিক্ত স্থাপনা নির্মাণকেই দায়ী করেছেন। পরিবেশবিদরা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, পাখিরা কাছাকাছি একটি অভয়ারণ্যের দিকে উড়ে যাওয়ার সময় তাদের পথ পরিবর্তন করার ফলে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। একজন পরিবেশবাদী এলাকায় থাকা বিদ্যুতের তারগুলোকে এ ঘটনার জন্য দায়ী করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে তিনি বলেন, ‘সম্ভবত ফ্ল্যামিঙ্গোরা এই উঁচু বিদ্যুতের লাইনগুলো অতিক্রম করার চেষ্টা করছিল কিন্তু তারা আটকে পড়ে এবং বিমানের সঙ্গে ধাক্কা খেয়েছিল।’ ঘটনাটি মুম্বাইয়ের উপক‚লীয় অঞ্চলের কাছাকাছি স্থাপনা নির্মাণ কার্যক্রমকে ঘিরে নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে। প্রতি বছরের নভেম্বর মাসের দিকে মুম্বাই হাজার হাজার ফ্ল্যামিঙ্গোর অস্থায়ী আবাসে পরিণত হয়। গোলাপি পাখিগুলোকে এক ঝলক দেখার জন্য স্থানীয় ব্যক্তিসহ পর্যটকদের সরব উপস্থিতিতে মুখরিত হয় মুম্বাই। ফ্ল্যামিঙ্গো দেখার জন্য বিখ্যাত এলাকাটি। এমিরেটসের একজন মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, দুবাই থেকে মুম্বাই যাওয়ার ফ্লাইটটি অবতরণ করার সময় বিমানের সঙ্গে ফ্ল্যামিঙ্গো পাখিগুলোর সংঘর্ষ হয়। তিনি বলেন, ‘বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং সকল যাত্রী ও ক্রু নিরাপদে আছেন। তবে দুঃখজনকভাবে, বেশ কয়েকটি ফ্ল্যামিঙ্গো মারা গেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে এমিরেটস সহায়তা করছে।’ মুম্বাইয়ের শহরতলির একদল শিশু রাস্তায় ফ্ল্যামিঙ্গোগুলোর মৃতদেহ ছড়িয়ে থাকতে দেখে। এরপর গত সোমবার গভীর রাতে ফ্লেমিংগোর মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসে। ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা জানিয়েছে, তখন বাসিন্দারা বন্যপ্রাণী কর্মকর্তাদের ৫০০ মিটার এলাকাজুড়ে ফ্ল্যামিঙ্গোর মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে থাকার ব্যাপারে অবগত করেছিল। সোমবার গভীর রাতে প্রায় ২৯টি ফ্ল্যামিঙ্গোর মৃতদেহ পাওয়া গেছে এবং মঙ্গলবার সকালে আরো দশটি মৃতদেহ পাওয়া গেছে বলে বন কর্মকর্তা অমল ভাগবত জানিয়েছেন। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, কয়েকজন স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তারা মাটি থেকে রক্তাক্ত ফ্ল্যামিঙ্গোগুলোর মৃতদেহ তুলে নিচ্ছেন। সূত্র : বিবিসি


এই বিভাগের আরো খবর