মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে আওয়ামী লীগ নেতার স্মরণে সভা

প্রতিনিধি: / ২১৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৭ মে, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক অদ্যক্ষ মো. সাহাবুদ্দিন তালুকদারের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বাদুরতলা গ্রামে তরুন সংঘ ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে। সাহাবু্িদ্দন তালুকদার ক্লাবটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। স্মরণ সভায় সভাপতিত্ব করেন তরুণ সংঘ ক্লাবের সভাপতি মো. খলিলুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আজমিন নাহার, তরুন সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক ও শ্রমিক লীগ নেতা মো. জালাল উদ্দিন তালুকদার, ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম ও প্রয়াত আওয়ামী লীগ নেতা সাহবুদ্দিন তালুকদারের ছেলে অ্যাড. মাহমুদুল হাসান শুভ। স্মরণ সভায় দোয়া মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুসুর রহমান।


এই বিভাগের আরো খবর