সর্বশেষ :
ফলোআপ: পাইকগাছায় কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিদ্রোহী কবির বায়োপিক আসছে রুপালি পর্দায়

প্রতিনিধি: / ২৬৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

বিনোদন: বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে কলকাতায় নির্মিত হচ্ছে চলচ্চিত্র। এটি পরিচালনা করবেন আবদুল আলীম। বিদ্রোহী কবির চরিত্র রূপায়ন করবেন কলকাতার কিঞ্জল নন্দ। আপাতত সিনেমাটির নামকরণ করা হয়েছে ‘কাজী নজরুল ইসলাম’। ভারতীয় একটি গণমাধ্যমে কিঞ্জল নন্দ বলেন, ‘প্রথমবার কাজী নজরুল ইসলামের জীবন নিয়ে বায়োপিক নির্মিত হচ্ছে। সিনেমাটিতে নজরুলের গোটা জীবন তুলে ধরা হবে। এই সুযোগ পেয়ে সত্যি আমি উচ্ছ¡সিত। চিত্রনাট্য পড়েছি; চরিত্রটি খুব চ্যালেঞ্জিং। যার নাম শুনে বড় হয়েছি, তাকে নিয়ে এমন একটা সিনেমা হচ্ছে, যার কেন্দ্রীয় চরিত্রে আমি, ভাবতেই কেমন লাগছে! এটুকু বলতে পারি, আমরা নজরুল সম্পর্কে যেটুকু জানি, তার থেকে অনেক বেশি কিছু আছে এই সিনেমায়।’ কাজী নজরুল ইসলামের শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত সিনেমাটিতে তুলে ধরা হয়েছে। এসব তথ্য উল্লেখ করে কিঞ্জল নন্দ বলেন, “আগামী শীতে সিনেমাটির শুটিং শুরু হবে। এতে অনেক ‘প্রস্থেটিক’ মেকআপের বিষয় রয়েছে। বহু ঐতিহাসিক চরিত্র এই সিনেমায় জীবন্ত হয়ে উঠবে।” চরিত্রটির জন্য নিজেকে প্রস্তুত করছেন কিঞ্জল নন্দ। তা জানিয়ে তিনি বলেন, ‘পরিচালকের সঙ্গে কথা হয়েছে। কিছু বই পড়ছি। চিত্রনাট্য রচনা করেছেন চিত্রনাট্যকার সৌগত বসু। সৌগতদার সঙ্গেও আলোচনা করব। কারণ নজরুল সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, তাই চরিত্রটিকে ফুটিয়ে তোলা বেশ কঠিন কাজ।’ কাজী নজরুলের এই বায়োপিকে ফজলুল হক চরিত্রে অভিনয় করবেন কলকাতার খরাজ মুখার্জি, বিরজাসুন্দরী দেবী চরিত্রে অভিনয় করবেন কাঞ্চনা মৈত্র। তা ছাড়াও বাংলাদেশের কয়েকজন অভিনেতা বায়োপিকটিতে অভিনয় করতে পারেন বলেও জানিয়েছেন কিঞ্জল নন্দ। একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আলি আকবর খান চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের ফজলুর রহমান বাবু, সজনীকান্ত দাস চরিত্রে শান্তিলাল মুখার্জি। তবে এখনো অনেক কাস্টিং বাকি রয়েছে। নজরুলের জীবনী রুপালি পর্দায় আসলে, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ আসাটাই স্বাভাবিক। সিনেমাটিতে কবিগুরুর চরিত্রে কে অভিনয় কে করবেন, তা নিয়ে নির্মাতারা আলোচনা করছেন। এ বিষয়ে সূত্রটি বলেন, ‘সিনেমাটিতে রবীন্দ্রনাথের চরিত্রের জন্য রঞ্জিত মল্লিক বা চিরঞ্জিৎ চক্রবর্তীর কথা ভাবা হচ্ছে। তবে শেষ পর্যন্ত কে এই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করবেন, তা সময় কথা বলবে।’ বায়োপিকটির সংগীত পরিচালনা করবেন জয় সরকার। আগামী কয়েক মাস চলবে কাস্টিংয়ের কাজ। এটি প্রযোজনা করছে জেবি প্রোডাকশন।


এই বিভাগের আরো খবর