মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রূপালী ব্যাংক মোরেলগঞ্জ বারইখালী শাখার নতুন ভবনের উদ্বোধন

প্রতিনিধি: / ২৫২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৫ মে, ২০২৪

মোরেলগঞ্জ (বাগেরহাট)  সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বারইখালী শাখার রূপালী ব্যাংকের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে ফিতা কেটে এ নতুন ভবনের উদ্বোধন করেন রূপালী ব্যাংক মহাব্যবস্থাপক ও খুলনা বিভাগীয় প্রধান রোকনুজ্জামান। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় উপ-মহা ব্যবস্থাপক মো.শরিফুল ইসলাম,  সহকারী মহাব্যবস্থাপক  সৈয়দ হুমায়ুন কবির।শুভেচ্ছা বক্ততা করেন রূপালী ব্যাংক মোরেলগঞ্জ বারইখালী শাখা ব্যবস্থাপক উৎপল দে।
উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মোল্লা রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন রওশন আরা ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ মো.জাহাঙ্গীর আল আজাদ, ব্যবসায়ী দেলোয়ার হোসেন, রূপালী ব্যাংক বারইখালী সহ ব্যবস্থাপক সুজন কুমার সুতার প্রমুখ। সভায় শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও সুধিজন অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরো খবর