শেখ আব্দুল গফুর, কপিলমুনি (খুলনা) অফিস: কপিলমুনিতে বিনোদগঞ্জ কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর বিশেষ সাধারণ সভা ও ত্রিবার্ষিক কার্যিনর্বাহী কমিটি গঠিত হয়েছে। গত মঙ্গলবার (৩০শে এপ্রিল)
দুপুর ২ টায় বালির মাঠ সংলগ্ন সমিতির নিজস্ব কার্যালয়ে সমিতির সদস্যবৃন্দের
উপস্থিতে কন্ঠ ভোটে সর্বসম্মতি ক্রমে শেখ আনারুল ইসলামকে সভাপতি ও দিপংকর
নন্দীকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কার্যিনর্বাহী কমিটির মধ্যে ৬ সদস্য
বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়েছে। এবং কো-আপ করে বাকি ৩ জন নির্বাহী
সদস্যকে কমিটিতে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় । নির্বাচিত অন্যান্য সদস্যরা যথাক্রমে
সহ-সভাপতি শুশান্ত বৈরাগী, কোষাধক্ষ্য অশোক মন্ডল, নির্বাহী সদস্য হাফিজ গাজী,
নির্বাহী সদস্য বিপ্লব বৈরাগী। উক্ত বিশেষ সাধারণ সভায় উপস্থিত ছিলেন পাইকগাছা
উপজেলা সমবায় আফিসার মোঃ হুমায়ূন কবির, সহকারী সমবায় অফিসার মোঃ আমির
হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি হেদায়েত আলী
টুকু, সাধারণ সম্পাদক মিলন দাস, সহ সাধারণ সম্পাদক জি এম আসলাম হোসেন,
কোষাধ্যক্ষ জিএম মোস্তাক আহমেদ ও সাবেক সভাপতি শেখ আব্দুল গফুর। নব গঠিত
কমিটির সভাপতি শেখ আনারুল ইসলাম বলেন, খুলনা জেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক
মোকাম রায় সাহেব বিনোদ বিহারী সাধু প্রতিষ্ঠিত কপিলমুনি বাজার কেন্দ্রিক যে
সকল কাঁকড়া ব্যবসায়ীরা রয়েছেন, তারা শৃঙ্খলার সাথে তাদের নিজ নিজ ব্যবসা
পরিচালনা করতে পারে তার সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে।