সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে প্রতিপক্ষের হামলায় মাছ ব্যবসায়ি গুরুত্বর আহত

প্রতিনিধি: / ২৬১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাট উপজেলা শুভদিয়া ইউনিয়নের বড়কাটাখালী এলাকায় প্রতিপক্ষের হামলায় আলমগীর হোসেন (৩৫) নামে এক মাছ ব্যবসায়ি গুরুত্ব আহত হয়েছেন। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন অবস্থায় আছেন।
আহত আলমগীর হোসেন শুভদিয়া ইউনিয়নের তেকাঠিয়া গ্রামের মো. মকসেদ আলী শেখের ছেলে।
আহতের পরিবার জানান, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে আলমগীর হোসেন তার মাছের প্রজেক্ট থেকে বাড়ি যাওয়ার পথে প্রতিপক্ষের ৩/৪জন মিলিত হয়ে তাকে মারপিট ও কুপিয়ে জখম করে। এতে সে গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে।
পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা এ হামলা করেছে বলে আহত আলমগীর হোসেন জানান। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় বিষয়টি অবগত করা হয়েছে বলেও জানান তিনি।


এই বিভাগের আরো খবর