শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে জাতীয় আইন সহয়তা দিবস পালিত

প্রতিনিধি: / ২২৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

জেলা প্রতিনিধি, বাগেরহাট: “স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে বাগেরহাটে জাতীয় আইন সহয়তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (২৮ এপ্রিল) সকালে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাগেরহাট-খুলনা মহাসড়কের বাসস্ট্যান্ড মোড় ঘুরে পুনরায় আদালত চত্তরে এসে শেষ হয়।

এসময় বাগেরহাট জেলা আইন সহয়তা কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মোঃ নুর নবী, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান জেলা লিগ্যাল এইড অফিসার ইব্রাহিম খলিল মুহিম, আইনজীবী সমিতির সভাপতি একে আজাদ ফিরোজ টিপুসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা র‌্যালিতে অংশ নেন। এর আগে বেলুন ও কবুতর উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।


এই বিভাগের আরো খবর