সর্বশেষ :
সদস্য কাজীবাগেরহাটে ইমাম সমিতির সংবাদ সম্মেলন জেলা বিএনপির প্রতিবাদ উড়োজাহাজ সংকটে সংকুচিত হচ্ছে বিমানের আন্তর্জাতিক রুট হাদির অবস্থা আশঙ্কাজনক—বিদেশে নেওয়ার পরিকল্পনা রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা প্রটোকল নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের হাদিকে গুলি: পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতা চাইছে বাংলাদেশ ওসমান হাদির হামলাকারী মূল আসামি দেশেই রয়েছে : ডিএমপি মোরেলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত আজ মোরেলগঞ্জ মুক্তদিবস ৮ চিকিৎসকের কাঁধে দেড় লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বাড়ছে উদ্বেগজনকভাবে বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন 
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাংলাদেশের ভাবনা ব্যাটিং নিয়েই

প্রতিনিধি: / ২৩৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনায় না থাকলেও দুই দেশের ক্রিকেট বোর্ডের আলোচনায় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত মঙ্গলবার বাংলাদেশে এসেছে ভারত নারী ক্রিকেট দল। ঢাকায় পৌঁছে বিশ্রাম না করে বিমানবন্দর থেকে সিরিজের ভেন্যু সিলেটে গেছে সফরকারীরা। এই সিরিজের প্রস্তুতি নিতে অবশ্য আগে থেকেই সেখানে অবস্থান করছে বাংলাদেশ নারী দল। চলমান অনুশীলন ক্যাম্পের তৃতীয় দিন ছিল গত মঙ্গলবার। নাজমুল হোসেনদের মতো নিগার সুলতানারাও মিরপুরনির্ভর হয়ে পড়েছেন। তবে সেপ্টেম্বর-অক্টোবরে ঘরের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপ ভাবনায় এই সিরিজের সূচি সিলেটে রেখেছে বিসিবি। এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক, ‘বিশ্বকাপের মতো টুর্নামেন্টগুলো স্পোর্টিং উইকেটে হয়। মিরপুরে দেখা যায় স্পিননির্ভর উইকেট বেশি থাকে।’ সিলেটের উইকেট প্রসঙ্গে নিগার বলেন, ‘ভারত এখানে সুবিধা পেলে আমরাও তো পাব। ভালো উইকেটে ব্যাটাররা মন খুলে খেলতে পারে।’ তবে বিশ্বকাপের আগে বাংলাদেশের ভাবনার জায়গা এই ব্যাটিং বিভাগ। ৪ এপ্রিল শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে নিগার ছাড়া সবাই ব্যর্থ হন রান করতে, ইনিংস বড় গড়তে। মূলত ব্যাটারদের ব্যর্থতায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ হারে বাংলাদেশ। ভারত সিরিজে অমন হতশ্রী অবস্থা থেকে বের হতে চান নিগার, ‘পুরো ব্যাটিং বিভাগ কষ্ট করেছে। আমাদের ফিরতে হবে। এই দলটাই তো শেষ কিছুদিন ভালো করেছিল। এখন আমরা একটু খারাপ সময় পার করছি। ’এ জন্য সিলেটে অনুশীলন ক্যাম্পে ব্যাটাররা নেটে বাড়তি সময় কাটাচ্ছেন। নিজেদের সমস্যা নিয়ে নিজেরা আলোচনা করে সমাধান বের করার চেষ্টা করছেন। ভারত সিরিজের শুরুতে ব্যাটাররা ছন্দে ফিরতে পারলে দলের পরিবেশ বদলে যাবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। একই সঙ্গে দুই দলের সর্বশেষ দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে মিরপুরে যে উত্তাপ ছড়িয়েছিল, তার রেশ এই সিরিজেও থাকতে পারে বলে মনে করেন নিগার, ‘ভারত ভালো দল। তারা আমাদের চ্যালেঞ্জ করবে। সে চ্যালেঞ্জ কিভাবে ফিরিয়ে দিতে হবে আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’


এই বিভাগের আরো খবর