মো. আল আমিন শেখ: বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে রয়েল পরিবহন দূর্ঘটনায় প্রণ গেল
রাকিব মল্লিক (২৪) নামের এক যুবকের। এ দূর্ঘটনায় ড্রাইভারসহ ৫ জন আহত।
জানা গেছে, মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুর গামী রয়েল পরিবহন ঢাকা
মেট্রো-গ ১৫-৯০৪৬ কচুয়া উপজেলার ফতেপুর-গোয়াল মাঠের মাঝে সড়কে দূর্ঘটনা কবলিত হয়। এ
সময় স্থানীয়রা আহদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে রাকিব ওই হাসপাতালেই মারা
যান। গুরুতর আহত দেখে ওই পরিবহন ড্রাইভারকে ডাক্তার খুমেকে স্থানন্তর করেন।
নিহত রাকিব মল্লিক মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নের পুটিখালী গ্রামের মো. হারুন
মল্লিকের ছেলে। সে ঢাকা থেকে ওই পরিবহনে নিজ বাড়িতে আসছিল।