জেলা প্রতিনিধি, বাগেরহাট: ঘামছে কামার, পুড়ছে লোহা, তৈরি হচ্ছে ছুরি, চাপাতিসহ বিভিন্ন ধারালো অস্ত্র। কোরবানির ঈদকে সামনে রেখে এসব তৈরিতে কামার শিল্পীরা এখন ব্যস্ত সময় পার করছেন। ভাতির ফাসফুস আর হাতুড়ি পেটার ঠুকঠাক ও টুং টাং শব্দে মুখরিত বাগেরহাটের কামার পট্টি গুলো। মুসলমানদের সর্ববৃহৎ উৎসব কোরবানির ঈদ উপলক্ষে কোরবানির পশু জবাই দিতে ধারালো অস্ত্র সংগ্রহে ব্যস্ত ধর্মপ্রাণ মুসল্লিরা। পছন্দের পশুটিকে আল্লাহর রস্তে কোরবানি করবে। এজন্য ছুরি, বটি, দা ধার দিতে কামার শিল্পের কাছে ধরনা দিচ্ছে তারা। সরেজমিনে বাগেরহাট শহরের কামার পট্রিতে দেখা যায়, শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা। কথা বলার সময় নেই। ঠুকঠাক ও টুং টাং শব্দে মুখরিত সমস্ত কামার পট্রি এলাকা। তবে কামার পট্রিতে ঢুকতেই এক আলাদা
আরো....