সর্বশেষ :
বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময় প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসি; মোরেলগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে মৎস্য ঘের দখলের অভিযোগ মোরেলগঞ্জে বিএনপি’র মিছিল সমাবেশ অনুষ্ঠিত টোকিওর ব্যস্ত সড়কে বিরল ডাকাতি, নগদ ২৭ লাখ ডলার লুট জাহাজ ডুবির ঘটনায় ইতালির পুলিশ ও কোস্টগার্ডের ৬ সদস্যের বিচার শুরু রাতভর এক মিসাইল ও শতাধিক ড্রোন ছুড়েছে রাশিয়া: ইউক্রেন বিয়ের আগেই শারীরিক সম্পর্ক, যুগলকে ১৪০বার বেত্রাঘাত যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াচ্ছে বিভিন্ন দেশে, বিজ্ঞানীদের সতর্কতা উত্তর কোরিয়াকে বদলে দেওয়ার ঘোষণা কিমের তুষার গলাতে ‘হট টাব’ নামাল নিউইয়র্ক
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

টোকিওর ব্যস্ত সড়কে বিরল ডাকাতি, নগদ ২৭ লাখ ডলার লুট

প্রতিনিধি: / ১৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

বিদেশ : জাপানের রাজধানী টোকিওর কেন্দ্রস্থলে ব্যস্ত সড়কে বিরল এক ডাকাতির ঘটনা ঘটেছে। তিন জনের একটি দল স্যুটকেসে থাকা নগদ ২৭ লাখ ডলার লুট করেছে। পুলিশ ও গণমাধ্যম গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে। উএনো স্টেশনের কাছাকাছি এলাকায় গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে। পর্যটকদের কাছে জায়গাটি বেশ পরিচিত। টোকিও মহানগর পুলিশ বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছে। পরিচয় প্রকাশ না করার শর্তে পুলিশের এক মুখপাত্র বলেন, মরিচ স্প্রে ব্যবহার করে ডাকাতরা টাকার স্যুটকেস ছিনিয়ে নেয়। টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। পুলিশ এই ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে জানাতে রাজি হয়নি। তবে স্থানীয় গণমাধ্যম জানায়, ভুক্তভোগীরা ছিলেন পাঁচ জন। তাদের মধ্যে চীনা ও জাপানি নাগরিক রয়েছেন। তারা একটি গাড়িতে প্রায় ৪২ কোটি ইয়েন যার মূল্য ২৭ লাখ ডলার ভর্তি স্যুটকেস তোলার চেষ্টা করছিলেন। কেন ওই দলটি এত নগদ অর্থ বহন করছিল, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। ফুজি টেলিভিশনের খবরে বলা হয়, ভুক্তভোগীরা তদন্তকারীদের জানিয়েছেন যে ওই অর্থ মুদ্রা বিনিময় কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়ার কথা ছিল। এদিকে, পৃথক এক ঘটনায় হানেদা বিমানবন্দরের একটি পার্কিং গ্যারেজে গতকাল শুক্রবার ভোরে ১৯ কোটি ইয়েন নগদ বহনকারী এক ব্যক্তির ওপরও হামলা হয়। স্থানীয় গণমাধ্যম জানায়, তিন জনের একটি দল মরিচ স্প্রে ব্যবহার করে তার ওপর হামলা করে। টিবিএস জানিয়েছে, দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার তদন্ত চলছে।


এই বিভাগের আরো খবর